X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার অনুশীলন করেনি খুলনা টাইটানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ২০:১৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২০:১৬

বৃহস্পতিবার অনুশীলন করেনি মাহমুদউল্লাহরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনও ম্যাচ ছিল না বৃহস্পতিবার। তবে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিয়েছে কয়েকটি দল। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেমন অনুশীলন সেরেছে। যদিও খুলনা টাইটানস অনুশীলন করেনি বৃহস্পতিবার। মানসিকভাবে সতেজ থাকতে টিম ম্যানেজমেন্ট ‘বিশ্রাম’ দিয়েছিল খেলোয়াড়দের।

দিনটা যে যার মতো করে কাটিয়েছেন। বিদেশি খেলোয়াড়দের বেশিরভাগ হোটেলে সময় কাটালেও স্থানীয় খেলোয়াড়দের কেউ কেউ ঘুরে এসেছেন বাসা থেকে। কেউ আবার বের হয়েছিলেন শপিংয়ে। সোজা কথা সবাই যার যার মতো করে স্বাধীনভাবেই কাটিয়েছেন দিনটি। শুক্রবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচের আগে এই বিশ্রাম হয়তো খুলনাকে মানসিকভাবে আরও চাঙ্গা করবে।

সিলেট সিক্সার্সের বিপক্ষে খুলনার পঞ্চম ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। শুক্রবার সন্ধ্যায় নিজেদের ষষ্ঠ ম্যাচে চিটাগংয়ের মুখোমুখি হবে খুলনা। পয়েন্ট টেবিলে নিজেদের উপরের দিকে নিয়ে যেতে হলে শুক্রবারের ম্যাচটি জেতাটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তারা ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে। চিটাগং ভাইকিংসও খুব একটা ভালো জায়গায় নেই। ৫ ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে তারা।

যদিও সব আলোচনা ছাপিয়ে বৃষ্টিই হয়ে উঠতে পারে বড় ‘ভিলেন’। শনিবার পর্যন্ত আবহাওয়া রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো বৃষ্টি না হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে সামনের দুই দিন। খেলা পরিত্যক্ত হতে সেটাই যথেষ্ট। ইতিমধ্যে এবারের আসরে দুটো ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈঠক করেছে খুলনা টাইটানস। সেখানেই হয়তো চিটাগং ভাইকিংস বধের পরিকল্পনা করেছেন খুলনার কোচ মাহেলা জয়াবর্ধনে। বৃষ্টির প্রভাবে টিম মিটিংয়ে গেম প্ল্যানও হয়তো সাজানো হয়েছে অন্যভাবে।

যদিও দলের দুই-একজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে জানা গেছে বৃষ্টি নিয়ে সেভাবে চিন্তিত নন তারা। পয়েন্ট ভাগাভাগি হওয়ার কারণে সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য দলও। খুলনার স্পিনার মোশাররফ হোসেন রুবেল সেটাই বললেন, ‘প্রকৃতির ওপর তো কারও হাত নেই। আমরা চাইলে কিছু করতে পারব না। ম্যাচ হলে ২ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকতো। যেহেতু হয়নি, এটা ভেবে লাভ নেই। পরের ম্যাচে এমনটা হলেও সমস্যা নেই। পরের ম্যাচগুলোতে খেলেই পয়েন্ট বাড়িয়ে নিতে পারব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র