X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ওয়ার্নের কাছে ইংল্যান্ড ফেভারিট

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৭, ১৬:৩৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৬:৩৭

ওয়ার্নের কাছে ইংল্যান্ড ফেভারিট চোখ কপালে উঠেছে অনেকের। ২০১০ সালে শেষবার টেস্ট খেলেছিলেন যিনি, সেই টিম পেইনকে দলে দেখে অবাক হওয়াটা স্বাভাবিক। তাছাড়া লড়াইটা যখন অ্যাশেজের, তখন দল নির্বাচনে পরীক্ষা-নিরীক্ষা চালালে কথা তো উঠবেই। শেন ওয়ার্ন নিজেও বুঝতে পারছেন না গ্যাবা টেস্টের দল নির্বাচন প্রক্রিয়া। ১৩ সদস্যের দল দেখার পর কিংবদন্তি এই স্পিনার ফেভারিট মানছেন ইংল্যান্ডকে।

২৩ নভেম্বর গ্যাবা টেস্ট দিয়ে শুরু হচ্ছে এবারের অ্যাশেজ। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে ম্যাথু ওয়েড, ম্যাট রেনশ ও গ্লেন ম্যাক্সওয়েলকে বাইরে রেখে অস্ট্রেলিয়ার নির্বাচক প্যালেন সুযোগ দিয়েছে টিম পেইন, শন মার্শ ও ক্যামেরন ব্যানক্রাফটকে। গুরুত্বপূর্ণ এই সিরিজে দলে এত বড় বদলে কিছুটা ‘বিভ্রান্ত’ ওয়ার্ন।

বিশেষ করে টিম পেইনের অন্তর্ভুক্তি প্রশ্নের জন্ম দিয়েছে সাবেক এই লেগ স্পিনারের মনে। সিডনির এক অনুষ্ঠানে ওয়ার্ন বলেছেন, ‘অস্ট্রেলিয়াকে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছে। তারা উইকেটরক্ষক হিসেবে যাকে (পেইন) নিয়েছে, সে এমনকি নিজের রাজ্য দলেও কিপিং করে না।’ দল নির্বাচন দেখে ওয়ার্ন তাই ফেভারিট মানছেন ইংলিশদের, ‘আমার কাছে মনে হয় প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো জায়গায় থেকে নামবে ইংল্যান্ড।’

ইনজুরির কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার স্টিভেন ফিন। বেন স্টোকস আবার মারামারির ঘটনায় আপাতত বাইরে। বড় এই ধাক্কা কাটিয়ে ইংল্যান্ড এখন নিজেদের গুছিয়ে নিয়েছে বলে মনে করেন ওয়ার্ন। তাই এবারের অ্যাশেজে ইংলিশদের ভালো করার সম্ভাবনা দেখছেন তিনি, ‘অস্ট্রেলিয়াকে তারা আর ভয় পায় না। অতীতের হিসাব পাল্টেছে বলেই তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারে।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে