X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘স্বদেশের কোচ হওয়া অনেক বড় ব্যাপার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১৮:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৮:৫০

বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন (ডানে) আর হাথুরুসিংহের সঙ্গে হিথ স্ট্রিক। ফাইল ছবি-বিসিবি বাংলাদেশের সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার অনেক আগেই টাইগারদের বিদায় জানিয়ে স্বদেশ শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফর শেষে পদত্যাগ করা হাথুরুসিংহের সিদ্ধান্তে বাংলাদেশের অনেকেই ক্ষুব্ধ। তবে হিথ স্ট্রিক সে দলে নেই।

বাংলাদেশের সাবেক বোলিং কোচ স্ট্রিক এখন জিম্বাবুয়ে দলের প্রধান কোচের দায়িত্বে। ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় আসা স্ট্রিকের সংবাদ সম্মেলনের শুরুতেই উঠলো হাথুরুসিংহে প্রসঙ্গ। শ্রীলঙ্কার বর্তমান কোচের পাশেই দাঁড়ালেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক, ‘হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার কোচ। স্বদেশের কোচ হওয়া সব সময় অনেক বড় ব্যাপার। আমি নিশ্চিত, কোনও বাংলাদেশি কোচ দেশ আর বিদেশ থেকে প্রস্তাব পেলে তিনি দেশের ডাকেই সাড়া দেবেন সবার আগে।’

হাথুরুসিংহের সিদ্ধান্তের পক্ষে স্ট্রিকের সাফাই, ‘বাংলাদেশের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন হাথুরুসিংহে। তবে নিজের পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি স্বদেশের হয়ে কাজ করার আকাঙ্ক্ষাই হয়তো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তাকে। দেশের হয়ে কাজ করার চেয়ে মর্যাদার আর কিছু হতে পারে না। প্রত্যেক ক্রিকেট কোচ স্বদেশের হয়ে কাজ করতে চায়।’

হাথুরুসিংহের কোচিংয়ে বাংলাদেশ অনেক সাফল্য পেয়েছে। ঘরের মাঠে ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে হারিয়েছে টেস্টে। স্ট্রিকের ধারণা, এত অর্জনের কারণে হাথুরুসিংহেকে মনে রাখবে বাংলাদেশের মানুষ, ‘আমি মনে করি চন্ডিকা বাংলাদেশের জন্য দারুণ কাজ করেছেন। তার কোচিংয়ে আসা সাফল্য বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না।’

দুই বছর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্বে থাকা স্ট্রিক ২০১৬ সালের অক্টোবর থেকে জিম্বাবুয়ের কোচ। প্রায় দেড় বছর পর বাংলাদেশে ফিরে তিনি কিছুটা আবেগাক্রান্ত, ‘বাংলাদেশে ফিরে খুব ভালো লাগছে। এখানে প্রায় দুই বছর ছিলাম। মনে হচ্ছে, নিজের বাড়িতে ফিরলাম!’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে