X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কোহলি

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:৪২

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কোহলি দুর্দান্ত একটা বছর কাটানোর স্বীকৃতি পেলেন বিরাট কোহলি। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন তিনি।

২০১২ সালে পর আবারও ওয়ানডের বর্ষসেরা অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের অধিনায়ক। টেস্ট ক্রিকেটে বছরের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

অ্যাওয়ার্ডের জন্য ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্সকে বিবেচনা করেছে আইসিসি। এই সময়ে কোহলি ২ হাজার ২০৩ টেস্ট রান করেছেন ৭৭.৮০ গড়ে, ছিল ছয়টি ডাবল সেঞ্চুরি। ৭টি সেঞ্চুরিসহ ওয়ানডেতে ৮২.৬৩ গড়ে ওয়ানডেতে করেছেন ১ হাজার ৮১৮ রান। টি-টোয়েন্টিতে ছিল ২৯৯ রান, স্ট্রাইক রেট ১৫৩। সব মিলিয়ে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পুরস্কার তার হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি আইসিসিকে।

দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্ট হারের পরদিন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার জিতলেন কোহলি। টানা দ্বিতীয় বছর পুরস্কারটি ভারতের দখলে থাকায় উচ্ছ্বসিত তিনি, ‘আমাদের বিশ্ব ক্রিকেটে সম্ভবত এটাই সবচেয়ে বড় পুরস্কার। দুই ভারতীয় পরপর এটি জেতায় অনুভূতিটা আরও বিশেষ। শেষবার এটা জিতেছিল রবিচন্দ্রন অশ্বিন, এবার আমি পাচ্ছি। আমি সত্যিই সম্মানিতবোধ করছি। আমার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ায় আইসিসির কাছে আমি কৃতজ্ঞ। অন্য বিজয়ীদের সবাইকে অভিনন্দন জানাতে চাই।’

মাত্র ২৯ বছর বয়সে ৩২তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন কোহলি। গত বছর রিকি পন্টিংকে পেছনে ফেলেছেন, এখন তিনি সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় কেবল শচীন টেন্ডুলকারের (৪৯) পেছনে। পারফরম্যান্সের জন্য নির্ধারিত সময়ে ৭টি সেঞ্চুরি হাঁকান এই ব্যাটসম্যান। ৫০ ওভারের ক্রিকেটে ঝলমলে পারফরম্যান্স করার স্বীকৃতি তাই মিললো সহজেই, ‘২০১৬ সাল ছিল আমার জন্য ব্রেকথ্রু, যেটা ২০১৭ সালে ধরে রেখেছিলাম। গত বছর আমি অনেক খেটেছি। ভবিষ্যতে আমি গত দুই বছরের চেয়েও ভালো খেলতে চাই। তবে ২০১৭ সাল ছিল আমার জন্য বিশেষ কিছু।’
কোহলির সঙ্গে সমানতালে লড়েছেন স্মিথ। টানা চতুর্থবার টেস্টে সহস্রাধিক রান করে বছরকে বিদায় জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক। আইসিসির নির্ধারিত সময়ে ১৬ ম্যাচে ৭৮.১২ গড়ে ১ হাজার ৮৭৫ রান করেছেন তিনি। ছিল ৮টি সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরি। দ্বিতীয়বার বছরের সেরা টেস্ট খেলোয়াড় হওয়ার প্রতিক্রিয়ায় স্মিথ বলেছেন, ‘২০১৫ সালের পর আবারও এই অ্যাওয়ার্ড জিততে পারায় সম্মানিতবোধ করছি।’

পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলী হয়েছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়। সহযোগী দেশের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল, ২ উইকেটে ১১৩ রান করা ইংল্যান্ডকে ১২৭ রানে অলআউট করতে ২৫ রান দিয়ে নেন ৬ উইকেট। ক্রিকইনফো, আইসিসি ক্রিকেট ডটকম

আইসিসির পুরস্কার জয়ীরা

স্যার গারফিল্ড সোবার্স ট্রফি (বর্ষসেরা ক্রিকেটার): বিরাট কোহলি

টেস্ট ক্রিকেটার: স্টিভেন স্মিথ

ওয়ানডে ক্রিকেটার: বিরাট কোহলি

উদীয়মান ক্রিকেটার: হাসান আলী

অ্যাসোসিয়েট ক্রিকেটার: রশিদ খান

টি-টোয়েন্টি পারফরম্যান্স: যুজবেন্দ্র চাহাল (৬/২৫, প্রতিপক্ষ ইংল্যান্ড)

ডেভিড শেফার্ড ট্রফি (বর্ষসেরা আম্পায়ার): মারাইস এরাসমুস

স্পিরিট অব ক্রিকেট: আনিয়া শ্রুবসোল

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস