X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাস ফেরাতে ওয়ালশের বিশেষ ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৬

ক্যাম্পের প্রথম দিনে শিষ্যদের একটি বিষয় বুঝিয়ে দিচ্ছেন ওয়ালশ। ছবি-বিসিবি শ্রীলঙ্কার সঙ্গে সদ্যসমাপ্ত তিনটি সিরিজ একদমই ভালো কাটেনি বাংলাদেশের। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর টেস্ট আর টি-টোয়েন্টিতেও পরাস্ত হয়েছে টাইগাররা। সেই শ্রীলঙ্কার মাটিতেই আগামী ৬ মার্চ শুরু নিদাহাস ট্রফির কঠিন লড়াই। এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে শুক্রবার সকালে শুরু হয়েছে এই ক্যাম্প, চলবে ৩ মার্চ পর্যন্ত।  ক্যাম্পে ১৪ পেসারের পাশাপাশি ডাকা হয়েছে পাঁচ ব্যাটসম্যানকে।  জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রবিউল হক, কাজী অনিক, হোসেন আলী, খালেদ আহমেদ ডাক পেয়েছেন ক্যাম্পে। মিরপুরের ইনডোরে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় ব্যাটিং ও বোলিং অনুশীলন।  

সাম্প্রতিক ব্যর্থতা ভুলে আগামী সিরিজে ভালো করতে আশাবাদী ওয়ালশ। ক্যারিবীয় কিংবদন্তি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যত দ্রুত সম্ভব গত কিছুদিনের পারফরম্যান্স ভুলে যেতে চাই। আমাদের ফোকাস এখন সামনের সিরিজের দিকে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ভরাডুবি নিয়ে ওয়ালশের বিশ্লেষণ, ‘আমরা দল ‍হিসেবে পারফর্ম করতে পারিনি। সর্বশেষ সিরিজে সিনিয়র-জুনিয়র কেউই নিজের সেরাটা দিতে পারেনি। মাঠে নেমে পরিকল্পনার বাস্তবায়নও করতে পারিনি আমরা। প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করতে পারলে আমরা সফল হতে পারতাম।’

সিনিয়ররা মোটামুটি পারফর্ম করলেও তরুণদের ব্যর্থই বলতে হবে সদ্যসমাপ্ত সিরিজে। তবে তরুণদের ওপরে আস্থা রাখছেন ওয়ালশ,  ‘তরুণদের আরও সুযোগ দিতে হবে, তাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করতে হবে।’

এবারের ক্যাম্পে পেস বোলারদের দিকে বাড়তি নজর দেওয়া হবে বলে জানালেন ওয়ালশ, ‘পেস বোলারদের অনেক পরিশ্রম  করতে হয়। কীভাবে কঠোর পরিশ্রম করে ধারাবাহিকভাবে ভালো বোলিং করা যায়, তা জানতে হয়। আমরা এসব নিয়েই কাজ করবো।’

ক্যাম্পে সুযোগ পাওয়া নবাগতদের সম্পর্কে বাংলাদেশের পেস বোলিং কোচের মন্তব্য, ‘ক্যাম্পে কয়েক জন নতুন মুখ সুযোগ পেয়েছে। আগামী কয়েক দিন  কোন কোন জায়গায় তাদের শক্তি আর দুর্বলতা আছে তা দেখার সুযোগ পাবো।’ 

তরুণ পেসার কাজী অনীক ক্যাম্পে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত, ‘প্রথমবারের মতো জাতীয় দলের কোনও ক্যাম্পে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আমার ভবিষ্যতের জন্য এই ক্যাম্প বড় অবদান রাখবে। এখানে  স্কিলের উন্নতির পাশাপাশি মানসিক দক্ষতা অর্জন করতে চাই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ