X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের অনুপ্রেরণা প্রস্তুতি ম্যাচ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১৫:৫৩আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৫:৫৩

‘বাংলাদেশের অনুপ্রেরণা প্রস্তুতি ম্যাচ’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার তাদের মিশন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রঙিন জার্সিতে এবার ঘুরে দাঁড়াতে চায় তারা। ওপেনার লিটন দাস জানালেন, এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে জয়ের মাঝে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ক্রিস গেইল-আন্দ্রে রাসেলদের নিয়ে গড়া ইউনিভার্সিটিস অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর’স একাদশের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। যদিও এই ম্যাচটিতে বাংলাদেশের অভিজ্ঞ তিন ক্রিকেটার মাশরাফি-সাকিব-তামিম কেউই খেলেননি। তারপরও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি অতিথিদের। এই ম্যাচে হেসেছে মুশফিকুর রহিম ও লিটনের ব্যাট। আর বল হাতে উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেন। এবার সিরিজে তারা ধারাবাহিকতা ধরে রাখলে ভালো কিছুই হবে।

৬১ বলে ৭০ রানের ইনিংস খেলা লিটন মনে করেন তেমনই, ‘ওয়ানডে সিরিজের আগে আমাদের প্রস্তুতি ম্যাচে ভালো করা ছিল খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকে আমরা ভালো কিছু নিতে পেরেছি। যা আমাদের সিরিজে কাজে লাগবে।’

লিটনের সঙ্গে হাফসেঞ্চুরি পেয়েছেন মুশফিক, খেলেছেন ৭৫ রানের অপরাজিত সেরা ইনিংস। বল হাতে মোসাদ্দেক ও রুবেলের দারুণ প্রস্তুতিও নজর কেড়েছে। লিটন এই জয়কে অনুপ্রেরণা হিসেবে দেখছেন, ‘সব মিলিয়ে এই ম্যাচে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। আমাদের সামনে একটা সিরিজ, তাই এই জয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা এই জয়ের অনুপ্রেরণা নিয়ে ওয়ানডে সিরিজে খেলবো। নিশ্চিতভাবেই এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’

টেস্ট সিরিজে অন্য ব্যাটসম্যানদের তুলনায় খুব একটা খারাপ সময় কাটেনি লিটনের। দুই টেস্টে ৭২ রান করে দলের দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান তিনিই। প্রস্তুতি ম্যাচে ৭০ রানের ইনিংস খেলে নিজের প্রস্তুতি নিয়ে খুশি তরুণ এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘আমার জন্য এমন একটা ইনিংস খেলা খুব প্রয়োজন ছিল। চেষ্টা করেছি যতক্ষণ উইকেটে থাকা যায়। মূল ম্যাচে উইকেটে থেকে কীভাবে রান করবো, সেটা মাথায় রেখে ব্যাটিং করেছি। আশা করি সুযোগ পেলে ম্যাচেও এই ধারাবাহিকতা রক্ষা করতে পারবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস