X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না মোস্তাফিজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৮, ১৮:০৫আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৮:৩৩

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে গত দুই আসরেই চোটে পড়েছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলতে পারেননি এই বাঁহাতি পেসার। বারবার আঘাত নিয়ে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ায় তাকে আইপিএল-পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নিষেধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

২০১৬ সালে আইপিএল অভিষেকে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করানোর পর ইংলিশ ক্লাব সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধে চোট পান মোস্তাফিজ। গত বছর তো চোটের কারণে মাত্র একটা ম্যাচ খেলতে পেরেছিলেন হায়দরাবাদের হয়ে। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ৭ ম্যাচ খেলে বাঁ পায়ের বুড়ো আঙুলে আঘাত নিয়ে দেশে ফেরেন কাটার-মাস্টার। তাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট খেলতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই বাজিমাত করা এই পেসার। এ নিয়ে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান এবং বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ক্ষোভ প্রকাশও করেছিলেন। আর এবার বোর্ড প্রধান নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত।

বিদেশি লিগে খেলতে মোস্তাফিজকে অনাপত্তিপত্র দেওয়া হবে না জানিয়ে নাজমুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘দুঃখজনক ব্যাপার হলো, সে (মোস্তাফিজ) ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় চোট পায়। তারপর আর জাতীয় দলে খেলতে পারে না। এটা মেনে নেওয়া যায় না। আমি এরই মধ্যে তাকে বলে দিয়েছি, পরের দুই বছর সে জাতীয় দলের বাইরে খেলতে পারবে না।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, কয়েক জন সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে অনীহা প্রকাশ করেছেন। তার মধ্যে সাকিব আল হাসানের নাম উল্লেখ করেন তিনি। মোস্তাফিজ মুখে প্রকাশ না করলেও তাকে এই তালিকায় দেখছেন বোর্ড প্রধান। দলের অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়া কঠিন মেনে নিয়েই টেস্ট ও টি-টোয়েন্টির জন্য বিশেষজ্ঞ খেলোয়াড় খোঁজায় মন দিচ্ছেন নাজমুল।
তিনি বলেছেন, ‘টেস্টের জন্য আমাদের নতুন সেট আপ তৈরি করতে হবে। গত চার বছর ধরেই আমি এটা বলছি। সব ফরম্যাটে খেলতে পারে এমন তিন বা চারজন খেলোয়াড় আমাদের অবশ্যই হাতে রাখতে হবে। সব আন্তর্জাতিক দল এটা করছে। প্রত্যেক দলেরই আছে টি-টোয়েন্টি ও টেস্টের বিশেষজ্ঞ খেলোয়াড়। টেস্টে আমাদের আছে কেবল মুমিনুল হক। কিন্তু পাঁচ বা ছয়জনকে বেছে নিতে হবে আমাদের।’

নাজমুল আরও যোগ করেছেন, ‘আমাদের তামিম ইকবাল এবং আরেকজন ওপেনার আছে। তাদের সঙ্গে আছে তিনজন পেস বোলার ও একজন স্পিনার। সাকিব, মুশফিকুর (রহিম) ও রিয়াদকে (মাহমুদউল্লাহ) তো পাল্টানো (ব্যাটিং অর্ডার) যাবে না। মুমিনুল খেলে তিন নম্বরে। এক সিরিজ বাজে খেললেই তাকে বাদ দেওয়া যায় না। সাত নম্বর পজিশনে আমাদের আছে মোসাদ্দেক (হোসেন), সাব্বির (রহমান), মিরাজরা (মেহেদী হাসান)।’

সিনিয়রদের অনুপস্থিতির শূন্যতা পূরণের জন্য এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন বোর্ড সভাপতি, ‘সিনিয়রদের কাউকে বাদ দিলে অনেক কথা উঠবে। তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদ যখন দলে থাকবে না তখনকার জন্য আমাদের নতুন খেলোয়াড় খোঁজা প্রয়োজন। দলের জন্য নতুন খেলোয়াড়দের প্রস্তুত রাখতে হবে আমাদের।’ 

এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?