X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তামিম পারলেন, সাকিব পারলেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ২২:৫৯আপডেট : ২২ জুলাই ২০১৮, ২৩:২০

৯৭ রানে আউট হয়েছেন সাকিব পারলেন না সাকিব। সেঞ্চুরির হাতছোঁয়া দূরত্বে থেকে ফিরতে হলো তাকে প্যাভিলিয়নে। ৯৭ রান করে আউট হয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে ভুল করেননি তামিম ইকবাল, ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার।

সাকিবের আউটের পরই ফিরে গেছেন সাব্বির রহমান। তার আউটের পর বাংলাদেশের স্কোর ৪৭ ওভারে ৩ ‍ উইকেট হারিয়ে ২২৬ রান।

পাল্লা দিয়ে রান তুলেছেন সাকিব-তামিম। একবার সাকিব এগিয়ে যান তো, পরক্ষণেই তামিম যান এগিয়ে। সেঞ্চুরি কে আগে পাবেন, সেটা নিয়েও চলেছে ‘প্রতিযোগিতা’। কিন্তু সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি সাকিব। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে দেবেন্দ্র বিশুর বলে ‘বিগ’ শট খেলতে গিয়ে শিমরন হেটমায়ারের হাতে ধরা পড়েন তিনি।

গত বছরের জুনে সবশেষ সাকিব দেখেছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগ্যারের দেখা। এরপর বারকয়েক সম্ভাবনা জাগালেও ওয়ানডেতে আর সেঞ্চুরি পাওয়া হয়নি সাকিব আল হাসানের। সেই আক্ষেপ দূর করার সুযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি তার। তবে সুযোগ নষ্ট করেননি তামিম। চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশি ওপেনার পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি।

ব্যাটিং পজিশনে ওপরে ওঠার অনুরোধ সাকিবই করেছিলেন টিম ম্যানেজমেন্টের কাছে। তিন নম্বরে নামার যথার্থতাও প্রমাণ করলেন বাঁহাতি অলরাউন্ডার। চমৎকার ব্যাটিংয়ে তিনি পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম হাফসেঞ্চুরি।

সাকিবের আগেই ফিফটি পূরণ করেন তামিম। টেস্ট সিরিজে নিজের ছায়ায় বন্দী থাকা এই ওপেনার খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। জেসন মোহাম্মদের বল লং অফে পাঠিয়ে ১ রান নিয়ে তামিম পান ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম হাফসেঞ্চুরি দেখা।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ব্যাট হাতে ইনিংস শুরু করেন তামিম ও এনামুল। প্রথম ওভারে আন্দ্রে রাসেলের বলে ১ রান করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন এনামুল। জেসন হোল্ডারের বলে অ্যাশলে নার্সকে স্লিপে ক্যাচ দেন এই ওপেনার। ৩ বল খেলে কোনও রান করতে পারেননি তিনি। তারপর দেখেশুনে খেলতে থাকেন তামিম ও সাকিব আল হাসান। যদিও ৪.৪ ওভারে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়, অবশ্য কিছু সময় পরই শুরু হয় ম্যাচ।

টেস্ট সিরিজের দুই ম্যাচেই বাজেভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ দিনের ম্যাচের ওই সিরিজে নখদন্তহীন ছিলেন সাকিবরা। এবার মাশরাফি মুর্তজার নেতৃত্বে নতুন শুরু। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে এই সফরের শুরুতে পাওয়া লজ্জা কাটানোর মিশনে নেমেছে বাংলাদেশ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস