X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘মুশফিক দলের একজন যোদ্ধা’

রবিউল ইসলাম, দুবাই থেকে
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৬

‘মুশফিক দলের একজন যোদ্ধা’ বাংলাদেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলতে কী দুর্দান্ত ইনিংসই না খেললেন মুশফিকুর রহিম! শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরাও তিনি। অথচ পাঁজরে ব্যথা ছিল তার। সব অস্বস্তি পেছনে ফেলে অসাধারণ পারফর্ম করা মুশফিকের প্রশংসায় উচ্ছ্বসিত কোচ স্টিভ রোডস।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ১৪৪ রান মুশফিকের ক্যারিয়ার সেরা ইনিংস। প্রথম ওভারে দুই উইকেট নেই, দ্বিতীয় ওভারে কব্জিতে ব্যথা পেয়ে তামিম ইকবাল মাঠের বাইরে—বাংলাদেশ রীতিমতো ধুঁকছিল। ঠিক তখনই মোহাম্মদ মিঠুনের সঙ্গে মুশফিকের ১৩১ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা, ২৬১ রানের সম্মানজনক সংগ্রহ গড়ে পেয়েছে ১৩৭ রানের জয়।

মুশফিকের এই ইনিংস দেখে মুগ্ধ রোডস, ‘মুশফিক দলের একজন যোদ্ধা। সব সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য নিজের সেরাটা দিতে চায়। সেদিন মুশফিকের ব্যাটিং ছিল অবিশ্বাস্য। এটা আমার দেখা অন্যতম সেরা ওয়ানডে ইনিংস। কারণ তার ওপর চাপ ছিল। অবশ্য মিঠুনও দারুণ সমর্থন দিয়েছে। আশা করি, সামনের ম্যাচেও এমন আরও জুটি আমরা দেখতে পাবো।'

বিশাল জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসান ছিলেন অনুজ্জ্বল। আঙুলের চোটের সঙ্গে লড়াই করা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ব্যাট করতে নেমে বোল্ড হয়ে যান প্রথম বলেই। বল হাতেও তেমন সুবিধা করতে পারেননি, মাত্র এক উইকেট নিয়েছেন। তবে সাকিবের পারফরম্যান্সে হতাশ নন বাংলাদেশের কোচ, ‘আপনারা সবাই জানেন অস্ত্রোপচার করাতে হবে এমন আঙুল নিয়ে খেলছে সাকিব। শতভাগ ফিট না হলেও নিজের সেরাটা দিচ্ছে বাংলাদেশের জন্য।’  

ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ফর্ম নিয়ে তামিম খেলতে এসেছিলেন এশিয়া কাপে। কিন্তু মাত্র ৪টি বল খেলে কব্জির চোট নিয়ে ফিরে গেছেন দেশসেরা  ওপেনার। তামিমের বিদায়ে ভীষণ হতাশ রোডস, ‘তামিমকে হারানো আমাদের জন্য বড় ধাক্কা। ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডেতে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সেজন্য তাকে কৃতিত্ব দিতেই হবে।’

দলের তরুণদের ওপর আস্থা রেখে তিনি আরও বলেছেন, ‘মুমিনুল, শান্ত, আরিফুলরা মাঠে নামতে মুখিয়ে আছে। আমি নিশ্চিত, দলে সুযোগ পেলে তারা নিজেদের সেরাটাই দেবে।’

/আরআই/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে