X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘সেরাটা খেললে শিরোপা জেতা সম্ভব’

রবিউল ইসলাম, দুবাই থেকে
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৭

‘সেরাটা খেললে শিরোপা জেতা সম্ভব’ এশিয়া কাপের চার আসরে তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ। দুইবারের আক্ষেপ কি এবার কাটাতে পারবে তারা? পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা ইনিংস খেলা মুশফিকুর রহিমের দৃঢ় বিশ্বাস, শুক্রবারের ফাইনালে সেরাটা খেললে শিরোপা জেতা সম্ভব।

২০১২ সালে পাকিস্তানের কাছে ফাইনালে ২ রানে হারের দুঃস্মহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় বাংলাদেশকে। গত আসরে প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেও ফাইনালে ওঠে তারা, সেখানে ভারতের কাছে উড়ে যান মাশরাফিরা। দুই বছর পর আবারও সেই ভারতকে ফাইনালে পাচ্ছে বাংলাদেশ। তবে এবার ওয়ানডে বলেই শিরোপার স্বপ্ন ভালোভাবে আঁকছে তারা।

আগের দুইবারের না পাওয়ার আক্ষেপ এবার কাটাতে আত্মবিশ্বাসী মুশফিক। এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান দলকে উজ্জীবিত থাকতে বললেন, ‘আমরা অবশ্যই পারব (ফাইনাল জিততে)। আমাদের আত্মবিশ্বাসের কমতি নেই। আমরা কিন্তু এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি। তিন বিভাগে একসঙ্গে জ্বলে উঠিনি আমরা। টপ অর্ডার ভালো করছে না। সব বিভাগে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারলে তাদের হারাতে না পারার কারণ নেই। ভারত অসাধারণ ক্রিকেট খেলছে, কিন্তু তারাও তো ভুল করে।’

পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসটা ফাইনালে কাজে লাগবে বিশ্বাস মুশফিকের। এবারের টুর্নামেন্টে প্রথম লক্ষ্য পূরণ হওয়ার কথাও বললেন তিনি, ‘আমরা অন্তত ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে এসেছি। এখন ফাইনালে উঠেছি। লক্ষ্য এখন সেরাটা খেলার, তাহলে ভারতকে হারানো সম্ভব। এটা আমরা আগেও করেছি, হয়তো আমরা তাদের ধারাবাহিকভাবে হারাতে পারিনি। কিন্তু সেরাটা খেললে তাদের চাপে ফেলে ম্যাচ জেতা ও চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস