X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে হেরেই চলেছে মেয়েরা

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ১০:৪৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১০:৪৫

জাহানারার উদযাপন ইনিংসের প্রথম ও শেষ বলে উইকেট পেলেন জাহানারা আলম। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৯৭ রানে আটকে দিতে দারুণ অবদান বাংলাদেশের এই পেসারের। তিনি বোলিং নৈপুণ্য দেখালেও ব্যাটারদের ব্যর্থতায় টানা তৃতীয় ম্যাচ হেরেছে এশিয়ার চ্যাম্পিয়নরা।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তিন ম্যাচের সবগুলো হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে তারা।

টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভালোই ছিল বাংলাদেশের। জাহানারার শুরু ও শেষের দারুণ পারফরম্যান্সের মাঝে নিয়মিত বিরতিতে উইকেট নেন খাদিজা তুল কুবরা, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। তাতে ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান করে লঙ্কানরা।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শশীকলা সিরিবর্দনে। এছাড়া ১৬ রান করেন দিলানি মানোদারা। ১২ রান করে আসে চামারি আতাপাত্তু ও নিলাকাশি ডি সিলভা।

সব মিলিয়ে ৩ উইকেট নেন জাহানারা। ফাহিমা, খাদিজা ও রুমানা পান একটি করে উইকেট।

৯৮ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই উদেশিকা প্রবোধানির জোড়া আঘাতে বিপর্যয়ের শিকার হয় বাংলাদেশ। ইনিংস সেরা ২০ রান করা নিগার সুলতানার সঙ্গে আয়েশা রহমান (১১) প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাদের ২০ রানের জুটি ভাঙতেই বড় ধস নামে ব্যাটিং লাইনে।

চামারি ও শশীকলার বোলিংয়ে মাত্র ৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। নিগার ও আয়েশা ছাড়া বাংলাদেশের পক্ষে দুই অঙ্কের ঘরে রান করেন শুধু রিতু মনি (১১)।

অধিনায়ক চামারি সবচেয়ে বেশি ৩ উইকেট নেন। উদেশিকা ও শশীকলা পান ২টি করে উইকেট।

বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল ৬টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবেন সালমা খাতুনরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস