X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশ নিয়ে ভাবছেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২৪

মাশরাফির মতে ওয়ানডে সিরিজে কোনও দলই ফেভারিট নয় টেস্ট সিরিজে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ, দুই ম্যাচই হেরেছে তিন দিনের মধ্যে। দ্বিতীয় টেস্টে তো প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ। সাদা পোশাক ছেড়ে এবার শুরু হচ্ছে রঙিন পোশাকের লড়াই। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে দুর্দান্ত টাইগাররা নিশ্চয়ই আরেকটি হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর। মাশরাফি মুর্তজার মনে অবশ্য এমন কোনও চিন্তা নেই।

ওয়ানডে সিরিজ উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতে বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘এখনও একটি ম্যাচও হয়নি, তাই হোয়াইটওয়াশের কথা ভাবারও অবকাশ নেই। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে মাসল পাওয়ার দুর্দান্ত। ওদের কয়েকজনের পক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। তারা আমাদের যে কোনও সময় ধ্বংস করে দিতে পারে। একটা সিরিজের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের ফোকাস প্রথম ম্যাচের দিকে।’

গত বৃহস্পতিবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে বড় টার্গেটে ব্যাট করে জয় পেয়েছে বিসিবি একাদশ। তবে মাশরাফির ধারণা, মিরপুরে রান করা সহজ হবে না, ‘বিকেএসপির উইকেট আর মিরপুরের উইকেট নিশ্চয়ই এক রকম হবে না। এখানে (শেরে বাংলা স্টেডিয়ামে) ৩০০ রান চেজ করে জেতার উদাহরণ খুব কমই আছে। অবশ্য প্রস্তুতি ম্যাচের ভালো পারফরম্যান্স ওয়ানডে সিরিজে আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। কাল (রবিবার) শুরু হবে আমাদের আসল কাজ।’

‘ওয়ানডে সিরিজে কারা ফেভারিট?’ সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে মাশরাফির সাবধানী উত্তর, ‘দুই দলের জয়ের সম্ভাবনা সমান সমান। ওদের দলে কয়েকজন ভালো ফাস্ট বোলার আছে, যাদের বলের গতি প্রচণ্ড। শুরুতে একাধিক উইকেট পড়লে দল চাপে পড়ে যায়। আমাদের তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি ওরা যেন বড় জুটি গড়তে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু