X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এই বিশ্বকাপ কোহলির জন্য একেবারেই আলাদা

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ১৪:২০আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৪:২২

বিরাট কোহলি ২০১১ সালে প্রথম বিশ্বকাপ খেলেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটসম্যান ছিলেন গত বিশ্বকাপেও। এবার ইংল্যান্ডে খেলবেন ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। পুরো দলের দায়িত্ব এবার তার কাঁধে, আগের দুইবারের চেয়েও অনেক বেশি সংশ্লিষ্টতা তার। ভারতের অধিনায়কের জন্য তাই এই বিশ্বকাপ একেবারে আলাদা।

১১ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা হবে কোহলির। ৮ বছর আগে দেশের মাটিতে যখন শিরোপা জেতেন, তখন বয়স ছিল মাত্র ২২ বছর। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ হলেও নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

এবার কোহলির জন্য ভিন্ন আবহ। দলের সঙ্গে তার সংশ্লিষ্টতা পুরোপুরি। এই বিশ্বকাপ তাই রোমাঞ্চ ছড়াচ্ছে ভারত অধিনায়কের মনে, ‘২০১১ সালে আমি দলেই ছিলাম, কিন্তু টিম মিটিং কিংবা সিদ্ধান্ত তৈরিতে আমার কোনও হাত ছিল না। ২০১৫ সালেও সবকিছুর সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না আমার।’

অধিনায়ক হিসেবে এই বিশ্বকাপকে অন্য চোখে দেখছেন কোহলি, ‘কিন্তু অধিনায়কের দৃষ্টিতে টিম ম্যানেজমেন্টের পাশে থেকে এর বিশালতা বুঝতে পারছি, এটা একেবারেই আলাদা। আমি মুখিয়ে আছি।’

তিনি আরও যোগ করেছেন, ‘অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর একটা বড় চ্যালেঞ্জের প্রয়োজন পড়ে। বিশ্বকাপের চেয়ে বড় চ্যালেঞ্জ আছে বলে মনে করি না। গত কয়েক বছরে আমরা অনেক ম্যাচ খেলেছি, এখন যে টুর্নামেন্টের জন্য অনেক দল মুখিয়ে আছে সেখানে খেলতে যাব ভেবে আমি রোমাঞ্চিত। এটা চমৎকার কিছু।’ ক্রিকইনফো, আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?