X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৯, ২১:০৪আপডেট : ১৯ মে ২০১৯, ২১:১২

‘বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ’ আয়ারল্যান্ডে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই সাফল্যে আশায় বুক বেঁধেছে দেশের ক্রিকেটপ্রেমীরা। মাশরাফি মুর্তজার এই দলকে তো সেমিফাইনালে দেখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

বিশ্বকাপ নিয়ে চায়ের কাপে উঠেছে ঝড়। কোন দল কত দূর যাবে, কার দল কেমন হয়েছে তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে তুমুল আলোচনা। পিছিয়ে নেই সাবেক ক্রিকেটাররাও, যোগ দিয়েছেন আকাশ। বর্তমান এই ধারাভাষ্যকার ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশকে শেষ চারে দেখতে পাচ্ছেন।

বিশ্বকাপের দল বিশ্লেষণ নিয়ে ইউটিউবের এক ভিডিওতে সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে বাংলাদেশকে রাখলেন আকাশ, ‘বাংলাদেশ আমার কাছে চতুর্থ দল। এই জায়গার জন্য নিউজিল্যান্ড কঠিন লড়াই করবে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও পিছিয়ে থাকবে না। কিন্তু আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো।’

আকাশ চোপড়া বিশ্লেষণে এই সাবেক ওপেনার আরও বলেছেন, ‘দলের এক্স ফ্যাক্টর হচ্ছেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান, তাদের ওপর নির্ভর করবে বাংলাদেশ এই বিশ্বকাপে কতদূর যাবে।’

মেহেদী হাসান মিরাজকে ফেভারিট খেলোয়াড় বললেন আকাশ, ‘মেহেদী হাসান খুব ভালো খেলোয়াড়, দারুণ স্পিন করে। তার অ্যাকশন আমার পছন্দের। সে দ্বিমাত্রিক একজন খেলোয়াড়।’ মাশরাফির প্রশংসাও করলেন তিনি, ‘এই দলের নেতা মাশরাফি এবং অস্ত্রোপচারের পর তার ছন্দ কিছুটা নিম্নগামী। কিন্তু আমি মনে করি কেউ যদি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে চায়, তাদের মধ্যে মাশরাফি সেরা। মাশরাফি সেরা খেলোয়াড়দের একজন।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
গাজার স্বাস্থ্যকেন্দ্রে ৪০০ ইসরায়েলি হামলা
গাজার স্বাস্থ্যকেন্দ্রে ৪০০ ইসরায়েলি হামলা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা