X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাকিব বিশ্বকাপে নেমেছেন ভালো খেলার ‘শপথ’ নিয়ে

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৮ জুন ২০১৯, ০২:৪৭আপডেট : ১৮ জুন ২০১৯, ১১:০৭

সাকিব আল হাসান চলতি বিশ্বকাপ দুর্দান্ত কাটছে সাকিব আল হাসানের। চার ম্যাচে দুই সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে এবারের আসরের সর্বোচ্চ রান তার (৩৮৪)।  আগের তিন বিশ্বকাপে ভালো শুরু করেও শেষটা হয়েছে হতাশার। তাই এবার নিজের চতুর্থ বিশ্বকাপে নামার আগে স্থির করেছিলেন পারফর্ম করার। গত চার ম্যাচে ছিল সেটারই ছাপ।

বোলিংয়ে ২ উইকেট পাওয়ার পর ব্যাট হাতে হার না মানা ১২৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। ম্যাচসেরার পুরস্কার জয়ী এই অলরাউন্ডার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি এই পারফরম্যান্সের জন্য সংকল্পবদ্ধ ছিলাম। স্থির করেছিলাম দলের হয়ে অবদান রাখব। এখন ভালো সময় যাচ্ছে। নিশ্চিত করতে হবে এর ধারাবাহিকতা যেন বজায় থাকে। আমি আমার দায়িত্ব পালন করে যেতে চাই।’

দুর্দান্ত ফর্মে থাকা সাকিব নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করলেন এভাবে, ‘রানের কথা চিন্তা করলেও সর্বোচ্চ পর্যায়ে আছি। এর আগেও কয়েকবার ভালো অবস্থানে ছিলাম। কিন্তু এর মানে এই না যে ভালো অবস্থানে থেকে বড় স্কোর করব। অনেক সময় ভালো অবস্থানে থেকেও বেশি রান করা সম্ভব হয় না।’

বিশ্বকাপের মঞ্চে ভালো করতে মাইন্ডসেট ভালো থাকা জরুরি বলে মনে করেন সাকিব, ‘মাইন্ড সেট খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে মানসিক ফিটনেস বেশি কাজ করে। ফিটনেস ভালো থাকলে ভালো খেলতে সাহায্য করে। বিশ্বাস রাখতে হবে জেতা সম্ভব, এটা বিশ্বাস করলেই কেবল জয় আসবে। হয়তো সব সময় হবে না। তবে বেশিরভাগ সময়ই হবে।’

এখানেই থেমে থাকতে চান না সাকিব। দলকে সেমিফাইনালে তুলতে সামনে থেকে ব্যাটিং-বোলিংয়ে পারফর্ম করতে চান, ‘এই মুহূর্তে আমি ব্যাটিং, বোলিং ও লিডারশিপ দিয়ে দলে অবদান রাখার চেষ্টা করছি। আমি এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আর চারটি ম্যাচ আছে। আমরা সেমিফাইনাল খেলতে চাই। সেমিফাইনাল যেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে, পাশাপাশি আমাদের প্রত্যেককে অবদান রাখতে হবে। আজকের ভালোটা সামনের ম্যাচে ধরে রাখতে হবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়