X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রশিদ খানের লজ্জার রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ২০:১০আপডেট : ১৮ জুন ২০১৯, ২০:২১

বিশ্বকাপে সবচেয়ে বাজে বোলিং রশিদের নিশ্চিতভাবে ম্যাচটি ভুলে যেতে চাইবেন রশিদ খান। স্বপ্নেও হয়তো ভাবেননি এমন কিছু ঘটতে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে ক্রিকেট বিশ্বের সমীহ আদায় করে নেওয়া এই স্পিনারের ওপর দিয়ে আক্ষরিক অর্থেই তাণ্ডব চালিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান। যে তাণ্ডবে বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলারে পরিণত হয়েছেন রশিদ।

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে বোলিং এখন আফগান এই স্পিনারের। ইংলিশ ব্যাটসম্যান, বিশেষ করে এউইন মরগানের নিষ্ঠুর ব্যাটিংয়ে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে পড়েছিলেন তিনি। মঙ্গলবার ম্যানচেস্টারের ম্যাচে উইকেট পাওয়া তো দূরে থাক, ৯ ওভারে রশিদ খরচ করেছেন ১১০ রান! ওভারের ‘কোটা’ পূরণ করলে রান কোথায় গিয়ে থামতো, বলা মুশকিল!

তবে লজ্জার রেকর্ড থেকে রক্ষা হয়নি আফগান স্পিনারের। বিশ্বকাপে সবচেয়ে বাজে বোলিং ফিগার এখন রশিদের, ৯-০-১১০-০। মুক্তি দিয়েছেন তিনি নিউজিল্যান্ড পেসার মার্টিন স্নিডেনকে। ১৯৮৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষেই কিউই বোলারের খরচ করা ১০৫ রান ছিল এতদিন ক্রিকেটের বিশ্ব আসরে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।

এরপরও রশিদ ভাগ্যবান ভাবতেই পারেন নিজেকে! একটুর জন্য যে আরও বড় লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। ওয়ানডের সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড থেকে মাত্র ৩ রান দূরে ছিলেন এই স্পিনার। ৫০ ওভারের ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ১১৩ রান খরচ করেছেন অস্ট্রেলিয়ার মিক লুইস। ঠিক তার পরই ১১০ রান খরচ করে ওয়াহাব রিয়াজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রশিদ।

আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিং রশিদের সামর্থ্যের জানান দেয়। কুড়ি ওভারের বর্তমান র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এই স্পিনার ৫০ ওভারের ক্রিকেটের তালিকায় তৃতীয় সেরা বোলার। অথচ তাকেই ‘পাড়ার বোলারে’ নামিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। তাদের তাণ্ডবে রশিদ হজম করেছেন মাত্র ১১ ছক্কা!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা