X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লড়াকু বাংলাদেশের প্রশংসায় শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৯, ১৫:৩৬আপডেট : ২১ জুন ২০১৯, ১৫:৪৬

শোয়েব আখতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারলেও মন জয় করেছে বাংলাদেশ। ৩৮২ রানের লক্ষ্যেও দারুণ লড়াই করেছে তারা। পুরো ৫০ ওভার খেলেছে তারা, ৮ উইকেটে করে ৩৩৩ রান। এই লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

১৯৯৯ সালের আসরে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। ওই দলেই ছিলেন গতির ঝড় তোলা শোয়েব। নর্দাম্পটনে ৬২ রানে হারের তিক্ততা হয়তো এখনও ভোলেননি তিনি। কিন্তু এবারের বাংলাদেশকে দেখে মুগ্ধ সাবেক এই পেসার।

বৃহস্পতিবার নটিংহামের ট্রেন্টব্রিজে শেষ দিকে অনেক রান দেয় বাংলাদেশ। তাতে এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। লক্ষ্যে নেমে শুরুতে হোঁচট খেলেও বাংলাদেশ লড়াইয়ে টিকে থাকে মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ফিফটিতে। কিন্তু বিশাল লক্ষ্য ছুঁতে পারেনি তারা। জিততে না পারলেও তাদের অপ্রতিরোধ্য মানসিকতা প্রশংসিত হয়েছে।

শোয়েব টুইটারে প্রশংসা করেছেন বাংলাদেশকে নিয়ে, ‘লড়াই করার অসাধারণ মানসিকতা আরও একবার দেখা গেলো বাংলাদেশের কাছ থেকে। শেষ কয়েক ওভার তারা বাড়তি রান দিয়ে ফেলেছিল, নয়তো এই ম্যাচটা তাদের হতে পারতো। বড় রান কীভাবে তাড়া করা যায়, সেই শিক্ষা ভালোভাবে পাওয়া গেলো।’

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রানের লক্ষ্য ৩ উইকেটের বিনিময়ে জেতার পরও বাংলাদেশের প্রশংসা করেছিলেন শোয়েব। ওই টুইটে তিনি লিখেন, ‘অসাধারণ পারফরম্যান্স ছিল এটা। বাংলাদেশ যেভাবে খেলে ৩২২ রান তাড়া করে জিতলো, আশা করি সেখান থেকে আমরা কিছু শিখবো। এভাবে আমরা ব্যাটিং ধস থামিয়ে বড় রান তাড়া করে সফল হতে পারি।’

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?