X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফিটনেস আর ধারাবাহিকতায় চোখ ল্যাঙ্গেভেল্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ১৮:০৫আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৮:০৬

সংবাদ সম্মেলনে কথা বলছেন শার্ল ল্যাঙ্গেভেল্ট বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস সমস্যা নতুন কিছু নয়। তেমনি ধারাবাহিকতার অভাবও চোখে পড়ার মতো, বিশেষ করে পেস বোলারদের। এ দুটো সমস্যা যেন তাদের নিত্যসঙ্গী। নতুন পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্ট এদিকে দৃষ্টি দিতে চান সবার আগে। ফিটনেস ঠিক রেখে রুবেল-মুস্তাফিজদের বল আরও কার্যকর করে তোলাই তার লক্ষ্য।

বুধবার নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর পাশাপাশি ল্যাঙ্গেভেল্টও মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোলিং কোচ বললেন, ‘বল হাতে ধারাবাহিকতা ধরে রাখা ভীষণ জরুরি। প্রত্যেক বোলারকে সেরা ছন্দে থাকার পাশাপাশি ফিটনেসের দিকে বাড়তি নজর দিতে হবে। লম্বা না হলে একজন পেসারের পক্ষে উইকেট থেকে বাউন্স আদায় করে নেওয়া খুব কঠিন। তবে সে বল সুইং করে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। বাংলাদেশে এগুলো নিয়ে আমাকে ভালোভাবে কাজ করতে হবে।’

আবু হায়দার রনিকে পরামর্শ দিচ্ছেন নতুন পেস বোলিং কোচ বাংলাদেশের পেসারদের আরেকটি সমস্যাও চোখে পড়েছে নতুন বোলিং কোচের। পেস সহায়ক উইকেটেও অনেক সময় জ্বলে উঠতে পারেন না জাতীয় দলের বোলাররা। ল্যাঙ্গেভেল্ট এই সমস্যারও সমাধান করতে চান, ‘ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে নতুন বলে ভালো বোলিংয়ের ওপর দলের সাফল্য অনেকখানি নির্ভর করে। পেস বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো লাইন-লেন্থ ঠিক রেখে বল করা। আমাকে এমন কয়েকজন পেসার খুঁজে বের করতে হবে যারা বিদেশের মাটিতে পেস কন্ডিশনে ভালো বল করতে পারবে।’ এ ব্যাপারে আশাবাদের কথাও শোনালেন তিনি, ‘সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসাররা ইংল্যান্ডে সাফল্য পেয়েছে। এই দল থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করতে হবে।’

ল্যাঙ্গেভেল্টের সামনে আরেকটি চ্যালেঞ্জ হলো ভাষাগত সমস্যা। তার পূর্বসূরী কোর্টনি ওয়ালশকে এই সমস্যা ভালোই ঝামেলায় ফেলেছিল। নতুন পেস বোলিং কোচ অবশ্য এই সমস্যা নিয়ে চিন্তিত নন, ‘দলের পেসারদের সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হলে আশা করি ভাষাগত সমস্যা দূর হয়ে যাবে। আর প্রয়োজন হলে দোভাষীর সাহায্য নেওয়া যাবে।’  

ছবি: নাসিরুল ইসলাম

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া