X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘আমরা কখনও রশিদকে ভয় পাইনি’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৪

মোসাদ্দেক হোসেন (ফাইল ছবি) প্রতিপক্ষ দলে যখন রশিদ খান, তখন তাকে নিয়ে একটা আলাদা ভাবনা থেকেই যায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। গত কয়েক ম্যাচ ধরে সাকিবদের কঠিন পরীক্ষা নেন এই লেগস্পিনার। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়খরা কাটানোর পর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন জানালেন, রশিদকে তারা কখনও ভয় পান না।


চট্টগ্রাম টেস্টে ১১ উইকেট নিয়ে বাংলাদেশ বধে বড় ভূমিকা রাখেন আফগান অধিনায়ক রশিদ। ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে দুটি করে উইকেট নেন। শনিবারও স্বাগতিকদের ভড়কে দেন দুটি উইকেট নিয়ে। তবে ১৮তম ওভারে সাকিব-মোসাদ্দেক তার বলে করেন ১৮ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছায় স্বাগতিকরা।
ওই ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন মোসাদ্দেক। একটি করে ছয় ও চার মারেন সাকিবও। শেষ ৩ ওভারে যখন ২৭ রান দরকার, তখন রশিদের বিরুদ্ধে ওমন ভয়ডরহীন ক্রিকেট আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোসাদ্দেক শোনালেন সেই কথা, ‘কখনও বলেছি আমরা রশিদ খানকে ভয় পাই! তাকে ভয় পাওয়ার কিছু নেই।’
ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠের বাইরে যেতে হয় রশিদকে। কয়েক ওভার পর ফিরে পরপর দুই ওভারে দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে শঙ্কায় ফেলে দেন। বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করতে হয়েছিল তাকে। তবে এই চোট বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল মানতে নারাজ মোসাদ্দেক, ‘এভাবে বলা উচিত নয়। ইনজুরি নিয়ে আগের ওভারেই তো উইকেটে পেয়েছে রশিদ। আমাদের একটা ওভারে সুযোগ নিতেই হতো। আমরা তার ওই ওভারে সফল হয়েছি।’
আগামী মঙ্গলবার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ৪ উইকেটের এই জয় আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে। মোসাদ্দেক বলেছেন, ‘ফাইনালের আগে এমন একটা ম্যাচ জেতা খুব দরকার ছিল। তবে জিতেছি বলে আকাশে উড়ছি না, আবার হেরে গেলেও মাটিতে পড়ে যেতাম না। ফাইনালে যে কোনও কিছুই হতে পারে। তবে জয় সবসময় আত্মবিশ্বাসী করে।’
চট্টগ্রামে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টানা জয় পেয়েছে বাংলাদেশ। এই দুই ম্যাচের মতো ফাইনালে খেলতে পারলে সাফল্য আসবে মনে করেন মোসাদ্দেক, ‘শেষ দুটি ম্যাচে আমার ধারাবাহিকভাবে ভালো খেলেছি। এভাবে ফাইনালেও খেলতে পারলে ট্রফি জেতা কঠিন কিছু না।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই