X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ব্যর্থতা ভুলে জামালের দৃষ্টি বিশ্বকাপ বাছাই পর্বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ২১:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:০৭

বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালে বুরুন্ডির কাছে হেরে ফাইনালে উঠা হয়নি বাংলাদেশের। নকআউট পর্ব থেকে বিদায় নিয়ে কোচ ও খেলোয়াড়দের মন বেশ খারাপ। তবে আপাতত এই ব্যর্থতা ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে চান অধিনায়ক জামাল ভূঁইয়া।

শুক্রবার কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলার হয়ে জামাল জানিয়েছেন নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা। বাংলাদেশের সামনে বিশ্বকাপ বাছাইপর্বের চারটি ম্যাচ আছে। তিনটি হোম ও একটি অ্যাওয়ে ম্যাচ। তিনটি হোম ম্যাচ থেকে অন্তত ছয়টি পয়েন্ট পাওয়ার আশা জামালের।

তার কথা, ‘বুরুন্ডির কাছে হেরে আমাদের মন খারাপ। তবে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সামনে আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। নিজেদের মাঠে তিনটি ও বাইরে গিয়ে একটি ম্যাচ খেলতে হবে। আমরা চাইবো ঢাকার ম্যাচগুলো থেকে অন্তত ছয়টি পয়েন্ট নিতে।’

জাতীয় দলের দায়িত্ব শেষে এবার ঘরোয়া ফুটবলে মনোযোগ দেওয়ার সময়। প্রিমিয়ার লিগে নিজেদের ফিরে পাওয়ার অপেক্ষায় সবাই। জামাল নিজেও চাইছেন বিশ্বকাপ বাছাইয়ের আগে লিগে ভালো করতে, ‘লিগে আমাদের সবাইকে ভালো খেলতে হবে। যেন বিশ্বকাপ বাছাইয়ের আগে সবাই ফিট হয়ে যাই। লিগে খেলতে না পারলে তো ফিটনেসও ঠিক থাকবে না।’

নিজের স্বপ্নের কথাও জানালেন জামাল, ‘স্বপ্নের তো শেষ নাই। একটি যায় তো আরও একটি আসে। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ একদিন আবারও দক্ষিণ এশিয়ার সেরা হবে।’

আগের দিন কোচ জেমি ডে ঘরোয়া ফুটবলের পরিকাঠামো নিয়ে যা বলেছিলেন তাতে সায় দিয়েছেন অধিনায়ক, ‘এটা তো ঠিক। জাতীয় দলে যারা আমাদের ফরোয়ার্ড লাইনে খেলে তারা ক্লাবে অন্য পজিশনে খেলে।এখন ক্লাবে যদি দেশি ফরোয়ার্ডরা খেলতে না পারে তাহলে ওরা জাতীয় দলে কীভাবে গোল করবে। আমাদের ফরোয়ার্ড জোনে তো সব বিদেশি ফুটবলারই খেলে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা