X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বেয়ারস্টো ঝড়ে দক্ষিণ আফ্রিকায় জয়ে শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ১২:৪০আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৩:১৮

জনি বেয়ারস্টো খেলেছেন অপরাজিত ৮৬ রানের ইনিংস। ছবি: ইসিবি টুইটার টি-টোয়েন্টিতে তাকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই দেখা যায়। তবে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচে নামলেন চার নম্বরে। পজিশন পাল্টালেও ঝড় থামেনি জনি বেয়ারস্টোর। প্রোটিয়া বোলারদের শাসন করে খেলেছেন ৮৬ রানের হার না মানা ইনিংস। তার চমৎকার ইনিংসে ভর দিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড।

কেপটাউনের ম্যাচে ফাফ ডু প্লেসির হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকা করে ১৭৯ রান। কঠিন এই লক্ষ্য সফরকারী ইংল্যান্ড বেয়ারস্টো ঝড়ে ৫ উইকেট হারিয়ে ৪ বল আগেই টপকে যায়। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেল ইংলিশরা।

টস হেরে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা শুরুতে তেম্বা বাভুমার (৫) উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে শক্ত ভিত পায়। অধিনায়ক কুইন্টন ডি ককের সঙ্গে ডু প্লেসি বাড়িয়ে নেন দলের রান। ডি কক ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান করে ফেরেন। তবে ডু প্লেসি পেয়েছেন হাফসেঞ্চুরি। প্রোটিয়াদের সাবেক অধিনায়ক ৪০ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ৫৮ রানের ইনিংস। এরপর রাসি ফন ডের ডুসেন ২৮ বলে ৩ ছক্কায় করেন ৩৭। হেনরিখ ক্লাসেন ২০ ও জর্জ লিন্ডে ১২ রান করলে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।

ইংলিশদের সবচেয়ে সফল বোলার স্যাম কারেন। বাঁহাতি পেসার ৪ ওভারে ২৮ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন জোফরা আর্চার, টম কারেন ও ক্রিস জর্ডান।

১৮০ রানের লক্ষ্যে শুরুতেই ইংল্যান্ড হারায় জেসন রয়ের (০) উইকেট। আরেক ওপেনার জস বাটলারও (৭) ব্যর্থ। খানিক পর আশা জাগিয়ে ডেভিড মালান (১৯) প্যাভিলিয়নে ফিরলে ৩৪ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। ওই জায়গা থেকে লড়াই শুরু বেয়ারস্টোর। যোগ্য সঙ্গ পেয়েছেন বেন স্টোকসের কাছ থেকে। এই অলরাউন্ডার ২৭ বলে ১ চার ও ৩ ছক্কায় করেন ৩৭ রান। অধিনায়ক ইয়োন মরগান করেন ১২ রান।

তারা বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বেয়ারস্টো। চমৎকার ব্যাটিংয়ে ৪৮ বলে খেলেন হার মানা ৮৬ রানের ইনিংস। ম্যাচজেতানো ইনিংসটি তিনি সাজিয়েছেন ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায়। তার সঙ্গে ইনিংস শেষ করেছেন স্যাম কারেন, ৩ বলে ৭* রান করে।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার লিন্ডে। এই স্পিনার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তার মতো ২ উইকেট নিতে লুঙ্গি এনগিদি খরচ করেছেন ৩১ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭৯/৬ (ডু প্লেসি ৫৮, ফন ডের ডুসেন ৩৭, ডি কক ৩০, ক্লাসেন ২০; স্যাম কারেন ৩/২৮, আর্চার ১/২৮)।

ইংল্যান্ড: ১৯.২ ওভারে ১৮৩/৫ (বেয়ারস্টো ৮৬*, স্টোকস ৩৭, মালান ১৯, মরগান ১২; লিন্ডে ২/২০, এনগিদি ২/৩১)।

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: জনি বেয়ারস্টো।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?