X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কলকাতার হয়ে সেঞ্চুরি ও ৫ উইকেট চাই সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৪:৪৩আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৪:৪৩

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের সিরিজ বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। মাঠের লড়াইয়ে নামার আগে ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। কলকাতার জার্সিতে অন্তত একটি ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নেওয়ার ইচ্ছা সাকিবের।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেইনফোর এক অনুষ্ঠানে এমন স্বপ্নের কথা জানিয়েছেন সাকিব। আইপিএলে কী রেকর্ড গড়তে চান, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি করতে চাই।’

এর বাইরেও সাকিব আরও বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তিনি। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কলকাতা মাঠে নামবে ১৩ এপ্রিল।

দলের শক্তিশালী দিক জানাতে গিয়ে বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘সব বিভাগেই আমাদের দল শক্তিশালী। তবে বোলিং বিভাগে আমরা বেশি ভালো। আর বোলিং শক্তিই আমাদের শিরোপা জিততে ভূমিকা রাখতে পারে।’ আইপিএলে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘দলের জয়গুলোতে অবদার রাখা।’

গত ২৭ মার্চ অনেকটা নীরবেই ভারতে যান সাকিব। আগেভাগে ভারতে গেলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পর গত শনিবার মুক্তি মিলেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।  ওইদিনই মাঠে ফেরেন, কিন্তু সদ্যই কোয়ারেন্টিন কাটিয়ে আসায় দলের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। শনিবার পুরোদমে অনুশীলন না করলেও প্রস্তুতি ম্যাচ শেষে সবার সঙ্গে কিছুটা সময় রানিং করে কাটান। কলকাতার আইপিএল জার্নি শুরু হবে ১২ এপ্রিল থেকে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল।

কলকাতার হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তী সময়ে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ।

আইপিএলের চতুর্দশ আসরের নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে কলকাতা। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পুনরায় দলে নিতে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে বলিউড বাদশা শাহরুখ খানের দল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র