X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বিদেশি ক্রিকেটারদের বাড়ি পৌঁছে দেবে ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২১, ২০:০৮আপডেট : ০৪ মে ২০২১, ২০:৫৪

ভারতজুড়ে করোনার তাণ্ডব চললেও নিয়ম মেনে চলছিল আইপিএল। কিন্তু জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও বেশ কয়েকজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় পর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। করোনার কারণে ভারতের সঙ্গে বেশির ভাগ দেশের ফ্লাইট বন্ধ। এই অবস্থায় কী করে দেশে ফিরবেন ক্রিকেটাররা, এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা দূর করে বিসিসিআই জানিয়েছে, ক্রিকেটারদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব তাদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আইপিএলে অংশ নেওয়া সবার নিরাপদ যাত্রা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালাবে বিসিসিআই। ইতিমধ্যে আমরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। কঠিন সময়ে সবাইকে পরিবার ও কাছের মানুষের কাছে ফেরত পাঠানোই এখন জরুরি।’

বিজ্ঞপ্তিতে আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে, ‘আইপিএল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। এর সঙ্গে জড়িত সবার নিরাপত্তা, স্বাস্থ্য ও ভালো থাকার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে খুব কঠিন সময় চলেছে। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম। চেয়েছিলাম সবার মুখে হাসি ফোটাবে। কিন্তু বাধ্য হয়ে টুর্নামেন্টটি স্থগিত করতে হলো। আইপিএলের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

এদিকে আইপিএল খেলতে ভারতে আছেন বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে বিসিবি।

বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা অতি দ্রুত সাকিব-মোস্তাফিজকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। যেহেতু সব কিছু বন্ধ, আমাদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে হবে। সিভিল অ্যাভিয়েশন নতুন কিছু প্রটোকলের কথা বলেছে আমাদের। আশা করি, অতি দ্রুত আমরা কিছু একটা সিদ্ধান্ত নিতে পারবো। পাশাপাশি আমরা সাকিব ও মোস্তাফিজের  পরিকল্পনা জানতে চেয়েছি এবং আইপিএল কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে