X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কিপিং না ফিল্ডিং, লিটনের পছন্দ কোনটি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ২৩:০৫আপডেট : ১০ মে ২০২১, ২৩:০৫

লাল বল ও সাদা বল- যখন যেটি আসে, অমনি দায়িত্ব পাল্টে যায় লিটন দাসের। লাল বলের ক্রিকেটে উইকেটের পেছনে দাঁড়ালেও সাদা বলের ক্রিকেটে পাল্টে যায় দায়িত্ব। সীমিত ওভারের ক্রিকেটে উইকেটের পেছনটা সামলান মূলত অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুই রকম দায়িত্বের কোনটি বেশি পছন্দ লিটনের? ডানহাতি ব্যাটসম্যান জানালেন, দুই দায়িত্বই সমানভাগে উপভোগ করেন তিনি।

সোমবার মিরপুরে ঐচ্ছিক অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। সেখানেই তিনি বলেছেন, ‘ফিল্ডিংটা দুইভাবে দেখি। যখন গ্লাভসে থাকে, তখন একভাবে চিন্তা করি। আর যখন গ্লাভস থাকে না তখন অন্যভাবে। দুইটাতেই মনোযোগ দিয়ে অনুশীলন করি। কারণ দুইটাই অনেক গুরুত্বপূর্ণ, কিপিং ও ফিল্ডিং। আমি দুইটাই উপভোগ করি। ’

লিটন মনে করেন উইকেটের পেছনের দায়িত্বটা বেশি, ‘যখন গ্লাভসে থাকি, তখন দায়িত্ব অনেক বড় থাকে। দলটাকে পেছন থেকে হ্যান্ডেল করা। ক্যাচ ধরা, স্টাম্পিং করা- এসব তো আছেই। ওই জিনিসের প্রতি অনুশীলন বাড়াই। আর সাদা বলের দায়িত্বটাও কম নয়। কীভাবে ভালো একটি ক্যাচ ধরা যায়, কীভাবে রান সেভ করা, লাইনে ফিল্ডিং করা- এসব নিয়ে অনুশীলনটা ভালোভাবে করতে হয়। আমি আসল দুটোই খুব উপভোগ করি।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি পেলেও ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ওয়ানডে বাজে কেটেছে লিটনের। ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২২ রান। তবুও লিটন বলছেন, আগের চেয়ে ভালো অবস্থানে আছেন তিনি, ‘আমি নিজের খেলা তো আগের চেয়ে অনেক ভালো বুঝি। আমি যেহেতু সাদা বলের ক্রিকেটে ওপেন করি, এজন্য আমার নতুন বলটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ১০ ওভার যদি আমি খেলে দিতে পারি, তারপর আমার জন্য খুব সহজ হয়ে যায়। আমি বড় ইনিংস খেলতে পারি, সেটা জিম্বাবুয়ের সঙ্গে ফিল করেছি ‘

নতুন বলে সাফল্য পেতে কাজ করছেন লিটন, ‘আমার অনুশীলনে একটা জিনিসই থাকে, আমাকে নতুন বল ফেস করতে হবে। সেটাই আমি নিয়মিত করছি। আমি যদি ১০ ওভার খেলতে পারি, তাহলে দল উপকৃত হবে। গত দুই দিন ধরে আমি লং হিট কীভাবে করা যায়, সেটি অনুশীলন করেছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?