X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাঁশের ব্যাটে জল ঢেলে দিলো এমসিসি

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২১, ২০:৪৩আপডেট : ১২ মে ২০২১, ০৪:১৬

কাঠের ব্যাটের বদলে বাঁশের ব্যাট- আলোচনা রূপ নিয়েছিল চরম উত্তেজনায়। কারণও ছিল যথেষ্ট। ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) পর্যন্ত গড়িয়েছিল কথাবার্তা। এমসিসি জানিয়েছিল, বাঁশের ব্যাটের বিষয়টি ভেবে দেখবে তারা। তবে সব আলোচনায় জল ঢেলে দিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, বর্তমান আইনে বাঁশের তৈরি ব্যাট ব্যবহারের সুযোগ নেই।

এমসিসি আইনের ৫.৩.২ ধারায় বলা আছে, কাঠ ছাড়া অন্য কোনও কিছু দিয়ে তৈরি ব্যাট ব্যবহার করা যাবে না। তাই বাঁশ দিয়ে তৈরি ব্যাট ব্যবহার করতে চাইলে বর্তমান আইন বদলাতে হবে। তাছাড়া বর্তমান আইনে বলা আছে, ব্যাটে কোনও প্রকার প্রলেপ ব্যবহার করা যাবে না, যেটি বাঁশের ব্যাটে ব্যবহার করা হয়েছে।

বর্তমানে ব্যাটসম্যানরা কাঠের ব্যাট ব্যবহার করে থাকেন। কিন্তু ক্রিকেটের অনেক নিয়ম ও আইন পাল্টানোর মতো ব্যাটেও পরিবর্তন আসতে পারে বলে ভাবা হচ্ছিল। বিশেষ করে, এমসিসি যখন অপেক্ষায় রেখেছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত বাঁশের ব্যাটের ধারণা। বিশ্ববিদ্যালয়টির গবেষকদের দাবি, বাঁশের ব্যাটে খরচ অনেক কমে যাবে। কাঠের তৈরি ব্যাট উৎপাদনে যতটা খরচ, তার অনেক কম খরচ হবে তাদের উদ্ভাবিত ব্যাটে।

ওই গবেষক দলটির অন্যতম দার্শিল শাহ ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছিলেন, বাঁশের ব্যাটে ব্যাটসম্যানরা ইয়র্কার ডেলিভারি আরও ভালোভাবে খেলতে পারবেন এবং একই সঙ্গে অন্যান্য শটেও কার্যকারিতা বেশি পাবেন কাঠের ব্যাটের তুলনায়।

কিন্তু তাদের গবেষণার ফসল কাজে এলো না! এমসিসির আইনের বহির্ভূত হওয়ায় বাঁশের ব্যাট স্বীকৃতি পাচ্ছে না। ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা জানিয়ে দিলো, বাঁশের ব্যাট ব্যবহার করা যাবে না।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?