X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ভারতের অনুরোধে সিপিএলের সূচি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২১, ১৯:২৪আপডেট : ১৮ জুন ২০২১, ১৯:২৪

সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া আইপিএলের ‘দ্বিতীয় পর্বে’ জাতীয় দলের সূচি তো আছেই, সেই সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। আইপিএল ও সিপিএল একই সময় পড়ে গেছে। ফলে প্রতিযোগিতাটির বাকি অংশের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা জন্মে। এজন্য বিসিসিআই সিপিএলের সূচি পরিবর্তনের অনুরোধ করে। সেই ডাকে সাড়া দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও সিপিএল কর্তৃপক্ষ।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের খবর, বিসিসিআইয়ের অনুরোধে সূচিতে পরিবর্তন আসছে সিপিএলের। নতুন সূচিতে তিন দিন আগে শুরু হয়ে তিন দিন আগে শেষ হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নবম আসর। আগের সূচিতে ২৮ আগস্ট পর্দা উঠে ১৮ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হতো সিপিএল। তবে ক্রিকবাজের খবর, নতুন সূচিতে ২৫ আগস্ট শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হবে ক্যারিবিয়ান টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ যোগাযোগ করেছিলেন সিপিএল সিওও পেট রাসেলের সঙ্গে। তার সঙ্গে আলোচনার পর জয় শাহ কথা বলেছেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের। সেই আলোচনার পরই দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে।

সিপিএলের সূচি হয়ে গিয়েছিল আগেই। ২৭ এপ্রিল ঘোষণা আসে প্রতিযোগিতার নবম আসর শুরুর। এর মাঝে গত ২৯ মে স্পেশাল জেনারেল মিটিংয়ে (এসজিএম) বিসিসিআই সেপ্টেম্বর-অক্টোবরে ফের আইপিএল শুরুর সিদ্ধান্ত নেয়। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া কুড়ি ওভারের প্রতিযোগিতাটি ১৮ কিংবা ১৯ সেপ্টেম্বর শুরু হতে পারে। অর্থাৎ, সিপিএলের পরিবর্তিত সূচিতে শেষ হওয়ার তিন-চার দিন পর শুরু হবে আইপিএল।

ভারতীয় দল এখন ইংল্যান্ড সফরে আছে। ১৪ সেপ্টেম্বর ইংলিশ সফর শেষ হবে। বিরাট কোহলিদের জাতীয় দলের ব্যস্ততা শেষ হওয়ার পরই বিসিসিআই আরব আমিরাতে শুরু করতে চায় আইপিএল।

গত ৯ এপ্রিল শুরু হয়েছিল আইপিএলের ১৪তম আসর। করোনার কারণে ৪ মে স্থগিত হওয়ার আগে শেষ হয়েছে ২৯ ম্যাচ। ৩০তম ম্যাচে এসে হানা দেয় করোনা, যে কারণে স্থগিত হয় কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ। সে পর্যন্ত ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা চেন্নাই ২ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে বেঙ্গালুরুর সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে তারা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস