X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৮:৩০আপডেট : ২৪ জুন ২০২১, ১৮:৩৭

আম্পায়ারের সিদ্ধান্তে অসেন্তোষ জানিয়ে শাস্তি পেলেন মাহমুদউল্লাহ। আবাহনী লিমিটেডের বিপক্ষে একটি ওয়াইড ও প্রাইম ব্যাংকের বিপক্ষে কট বিহাইন্ড নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে এই শাস্তি পেয়েছেন তিনি। পরপর দুই ম্যাচে অসৌজন্যমূলক আচরণ করায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়কের বিপক্ষে লেভেল ২.৮ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে মাহমুদউল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

ম্যাচ রেফারি রকিবুল হাসান বলেছেন, ‘মাহমুদউল্লাহ মাঠে যা করেছে, তা ক্রিকেট স্পিরিটের বিরুদ্ধে। আম্পায়ারদের সিদ্ধান্তে চ্যালেঞ্জ করেছে, বডি ল্যাঙ্গুয়েজ খারাপ ছিল। মাহমুদউল্লাহ আগের ম্যাচেও পেনাল্টি পেয়েছে। এজন্য এখানে পেনাল্টি ডাবল হয়ে গেছে। ২.৮ আচরণবিধি ভঙ্গ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়ে।’

বুধবার অলক কাপালিকে আউটের জোরালো আবেদন করেছিল গাজী গ্রুপ। নাসুম আহমেদের শর্ট বল হালকা টার্ন করে উইকেটকিপারের গ্লাভসে যায়। স্লিপে থাকা মাহমুদউল্লাহ আবেদন করতে করতে এগিয়ে আসেন, আর কভার থেকে আরিফুল আবেদন করে সাড়া না পাওয়ায় অবাক। উইকেটকিপার আকবর আলী আম্পায়ারের ঠিক সামনে। তাদের আবেদন যেন থামছেই না! মিড উইকেটে থাকা জাকের আলী হাঁটু মুড়ে বসেন। নাসুমও তাই। এত সব কিছুর মধ্যে আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ছিলেন নীরব। কট বিহাইন্ডের আবেদন শুরুতেই নাকচ করার পর গাজী গ্রুপের জোরালো আবেদনেও সিদ্ধান্ত পাল্টায়নি তার।

হতাশ মাহমুদউল্লাহ এরপর শিশুসুলভ কাণ্ড করে বসেন। পাশের উইকেটে দুইবার ঘুষি মারেন। গড়াগড়ি খান ২২ গজে! সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছিলেন না মাহমুদউল্লাহ। নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকেন। আম্পায়ার খেলা চালানোর জন্য বললেও তার ভ্রুক্ষেপ নেই। কয়েক মিনিট বিরতির পর মাহমুদউল্লাহ উঠে দাঁড়ান, এরপরই শুরু হয় ম্যাচ। অভিজ্ঞ এই ক্রিকেটারের অদ্ভুত অঙ্গভঙ্গি জন্ম দেয় বিস্ময়ের।

এবারের লিগেই এর আগে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। ম্যাচ চলাকালীন স্টাম্পে লাথি দেওয়া, স্টাম্প তুলে আছাড় মারা এবং আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানার মুখে পড়েন সাকিব। অন্যদিকে ইলিয়াস সানিকে ঢিল ছুড়ে মারা ও বর্ণবাদী গালি দিয়ে সাব্বির ৫০ হাজার টাকা জরিমানা গোনেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই