X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৭

প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ১৪ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয় তুলে নিয়েছেন সফরকারীরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্বাগতিকদের ৬৭ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে প্রোটিয়ারা ২৮৩ রান সংগ্রহ করেন। বৃষ্টি আইনে লঙ্কানদের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ২৬৫। কিন্তু লঙ্কানরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। জানেমান মালানের সেঞ্চুরিতে তিনশ’ রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন সফরকারীরা। কিন্তু বৃষ্টি বাধায় সেটি আর হয়নি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান। মালান ১৩৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ১২১ রানের ইনিংস খেলেন। যা তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এছাড়া রেজা হেন্ড্রিক্সের ব্যাট থেকে আসে ৫১ রান।

লঙ্কান বোলারদের মধ্যে চামিকা করুণারত্নে ও দুষ্মন্থ চামিরা দুটি করে উইকেট নিয়েছেন।

২৬৫ রানের নতুন লক্ষ্যে খেলতে গিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন স্বাগতিকরা। ৬১ রানে টপ অর্ডারের চার উইকেট হারিয়ে বিপদে পড়া শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে নেমে চারিথ আসালঙ্কা ৭৭ রানের ইনিংস খেললেও সেটি জয়ের জন্য যথেস্ট ছিল না। টি-টোয়েন্টিতে বোলাদের র‌্যাঙ্কিংয়ে থাকা তাবরাইজ শামসির তোপে শেষ পর্যন্ত ৩৬.৪ ওভারে ১৯৭ রানে অলআউট হন স্বাগতিকরা। আর তাতেই ৬৭ রানের জয় পান প্রোটিয়ারা।

সফরকারী বোলারদের মধ্যে তাবরাইজ শামসি ৪৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন। এছাড়া কাগিসো রাবাদা নিয়েছেন দুটি উইকেট।

 

 

 

 

 

/আরআই/আইএ/
সম্পর্কিত
শ্রীলঙ্কায় রেস কার দুর্ঘটনায় নিহত ৭
দ্বীপ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন দেখছে না শ্রীলঙ্কা
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের চুরিকাঘাতে নিহত যুবকের বাড়িতে শোকের মাতম
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক