X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্যর্থতার পর রেঞ্জ হিটিং, ব্যাট স্যুয়িং নিয়ে কাজ করছেন তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:২৯

ব্যর্থতার বিশ্বকাপ শেষে এবার নতুন মিশনের সামনে বাংলাদেশ। ঘরের মাঠে হতে যাচ্ছে পাকিস্তান সিরিজ। বাংলাদেশ দলও সবকিছু ভুলে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। বোর্ড সভাপতি নাজমুল হাসান ইতোমধ্যে পরিচালক, নির্বাচক, সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছেন। কীভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুত উন্নতি করা যায়।

সেই লক্ষ্য অর্জনে খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টরও করা হয়েছে। যার অধীনে গত কয়েকদিন ধরে তরুণ কিছু ক্রিকেটার কাজ করছেন। সুজনের অধীনে এই কাজের লক্ষ্য যে খোলস ছেড়ে বেরিয়ে আসা, তা স্পষ্ট হয়েছে ইয়াসির আলী রাব্বির কথায়।

গত দুদিন ধরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা ৭ ক্রিকেটারকে নিয়ে সুজন অনুশীলন করছেন। সোমবারও নিবিড় অনুশীলন চলেছে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। তৌহিদ হৃদয়, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলি রাব্বিরা নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে কাজ করছেন।

অনুশীলন শেষে ইয়াসির সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘উনি (খালেদ মাহমুদ) বলেছেন আমাদের জন্য এটা অবশ্যই অনেক বড় সুযোগ। দলে থাকি না থাকি, টি-টোয়েন্টিতে আমাদের ছোটখাটো কিছু জিনিস উন্নতি করা প্রয়োজন। মূলত সেসব জিনিস নিয়ে কাজ করা। যেমন-রেঞ্জ হিটিং, ব্যাট সুইং- এসব জিনিসগুলো।’

বাংলাদেশের টেস্ট স্কোয়াডে নিয়মিত ডাক পেলেও মূল একাদশে এখনো সুযোগ পাননি ইয়াসির। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ পেলে পাওয়ার হিটিংয়ের চাহিদা মেটাতে প্রস্তুত তিনি, ‘আমি আসলে পাওয়ার হিটার না। সবসময় চাই তিন ফরম্যাটে বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে। তবে আমার দলের লক্ষ্যটা যদি এমন হয়, আমাকে পাওয়ার হিটিং করতে হবে, তাহলে আমি নিজেকে সেভাবে প্রস্তুত করবো।'

পাওয়ার হিটিং ছোটবেলা থেকে শিখে আসলেও নতুন করে বিষয়টিতে ধার বাড়ানোর তাগিদ অনুভব করছেন ইয়াসির। চট্টগ্রামের এই ক্রিকেটার তার ব্যাখ্যায় বলেছেন, ‘ছোট বেলা থেকে শিখে আসছি…আসলে শেখার তো কোন শেষ নেই। প্রতিদিন নতুন কিছু শিখছি। কিন্তু ক্রিকেট বদলাচ্ছে, আধুনিক হচ্ছে। তো এই জিনিসগুলো যদি এখন আমরা না জানি...তাহলে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
মুশফিকের ইনজুরিতে ভাগ্য খুললো হৃদয়ের
বেইলি রোডে অগ্নিকাণ্ডে বিসিবির শোক
রাসেল ঝড়ে উড়ে গেলো টেবিল টপার রংপুর
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি