X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় খেলা হচ্ছে না জামাল ভূঁইয়াদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১৫:২৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫:৩৬

আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সেখানে খেলতে হলে সবার করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নেওয়া থাকতে হবে। সব খেলোয়াড় টিকা না নেওয়ায় দেশটিতে আর খেলা হচ্ছে না। যে কারণে এই উইন্ডোতে আর খেলার সুযোগ পাচ্ছে না জামাল ভূঁইয়ারা।

বালিতে খেলতে হলে বাধ্যতামূলক ছিল করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা। বাংলাদেশের কেউ কেউ ডাবল কিংবা সিঙ্গেল ডোজ টিকা নিলেও অনেকে আবার এক ডোজও নেননি।

ইন্দোনেশিয়াতে দুটি ম্যাচ বাতিল প্রসঙ্গে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ আজ (বৃহস্পতিবার) দুপুরে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়াতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমাদের জাতীয় দলের কোচ ১৫ জানুয়ারি ঢাকায় চলে আসছেন। আমরা খেলোয়াড় তালিকাও তৈরি করেছি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে আমাদের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে।’

এরপর এই কর্মকর্তা যোগ করেন, ‘টিম লিস্ট অনুযায়ী ১৫ খেলোয়াড় ডাবল ভ্যাকসিনেশন আছে। ৭ জন খেলোয়াড়ের সিঙ্গেল ডোজ আছে। বাকি ৬ খেলোয়াড়ের টিকা নেওয়া হয়নি।  এই কারণে সফরটি করা হচ্ছে না।’

আগামী মার্চের ফিফা উইন্ডোতে খেলার প্রত্যাশা করে কাজী নাবিল বলেছেন, ‘আশা করছি মার্চে যে উইন্ডো হবে, তার আগে মাস্টার লিস্ট করবো। ৪০ থেকে ৫০ জন খেলোয়াড়ের তালিকা হবে। জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের ভ্যাকসিনেশন নিশ্চিত করার চেষ্টা করবো। তাহলে প্রীতি ম্যাচ খেলতে পারবো।’

ইন্দোনেশিয়াকে আজই বাফুফে থেকে না খেলার বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা