X
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮
সেকশনস

ইতিহাস গড়া হলো না, ভারতের সিরিজ হার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:০৯

২১২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল ভারত। কেপটাউন টেস্ট জিতলেই প্রোটিয়াদের মাটিতে জিততে পারতো প্রথম টেস্ট সিরিজ! কিন্তু দক্ষিণ আফ্রিকার দৃঢ়চেতা মনোবলের কাছে উড়ে গেছে সব। চতুর্থ দিনে তৃতীয় টেস্ট ৭ উইকেটে জিতে সিরিজ ২-১ এ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

২১২ রানের লক্ষ্যটা আহামরি কিছু নয়। কিন্তু আগের দিন ডিন এলগার বিদায় নেওয়ায় কিছুটা শঙ্কা ছিল। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও ভালো করে জানতেন- জয়ের জন্য তাদের প্রয়োজন আর ১১১ রান, হাতে রয়েছে ৮ উইকেট। শুধু মনোযোগ আর দৃঢ়চেতা মনোবল থাকলেই সহজেই এই রান পার করা সম্ভব। মাত্র একটি উইকেট হারিয়ে সেটি করেও দেখিয়েছে স্বাগতিক দল। চতুর্থ দিন একটি উইকেট পড়েছে শুধু কিগান পিটারসেনের। ফেরার আগে অবশ্য তার কল্যাণেই লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য। ১১৩ বল খেলে ৮২ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন। ম্যাচসেরা ও সিরিজসেরা দুটোই হয়েছেন তিনি। সিরিজে তার রান ছিল ২৭৬। এই টেস্টেও খেলেছেন ৭২ ও ৮২ রানের ইনিংস।

কিগানকে শার্দুল যখন বোল্ড করেছেন, তখন স্কোর হয়ে গেছে ৩ উইকেটে ১৫৫ রান। বাকিটা সময় নির্বিঘ্নে পার করে জয় ছিনিয়ে এনেছেন রাসি ভ্যান ডার ডাসেন ও তেম্বা বাভুমা। তাও আবার ৬৩.৩ ওভার পর্যন্ত খেলে। ডাসেন ৪১ রানে অপরাজিত ছিলেন, বাভুমা ছিলেন ৩২ রানে।     

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২২৩ (কোহলি ৭৯; রাবাদা ৪/৭৩)ও ১৯৮ (পান্ত ১০০*; জানসেন ৪/৩৬)

দক্ষিণ আফ্রিকা: ২১০ (কিগান ৭২; বুমরাহ ৫/৪২) ও ২১২/৩ (কিগান ৮২; শার্দুল ১/২২, সামি ১/৪১ ও বুমরাহ ১/৫৪)

/এফআইআর/
সম্পর্কিত
বল টেম্পারিংয়ের শাস্তি পেলেন ডাচ পেসার
বল টেম্পারিংয়ের শাস্তি পেলেন ডাচ পেসার
নিষেধাজ্ঞা শেষে অস্ট্রেলিয়া সফরের দলে গুনাথিলাকা
নিষেধাজ্ঞা শেষে অস্ট্রেলিয়া সফরের দলে গুনাথিলাকা
মোস্তাফিজের যে পার্থক্য চোখে পড়েছে রোডসের
মোস্তাফিজের যে পার্থক্য চোখে পড়েছে রোডসের
ম্যাচ না খেলেই বিপিএল শেষ আল আমিনের
ম্যাচ না খেলেই বিপিএল শেষ আল আমিনের
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
বল টেম্পারিংয়ের শাস্তি পেলেন ডাচ পেসার
বল টেম্পারিংয়ের শাস্তি পেলেন ডাচ পেসার
নিষেধাজ্ঞা শেষে অস্ট্রেলিয়া সফরের দলে গুনাথিলাকা
নিষেধাজ্ঞা শেষে অস্ট্রেলিয়া সফরের দলে গুনাথিলাকা
মোস্তাফিজের যে পার্থক্য চোখে পড়েছে রোডসের
মোস্তাফিজের যে পার্থক্য চোখে পড়েছে রোডসের
ম্যাচ না খেলেই বিপিএল শেষ আল আমিনের
ম্যাচ না খেলেই বিপিএল শেষ আল আমিনের
শ্রীলঙ্কার জার্সিতে আর খেলবেন না পেরেরা
শ্রীলঙ্কার জার্সিতে আর খেলবেন না পেরেরা
© 2022 Bangla Tribune