X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাশরাফির ফিটনেস নিয়ে চিন্তিত নন ঢাকার কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১১:৫১আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১২:২৩

তিন দিন বাদে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজা মিনিস্টার ঢাকার হয়ে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন। এতদিন পর মাঠে নামতে যাওয়া মাশরাফির জন্য ফিটনেস বড় ইস্যু হতে পারে। কিন্তু ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল বিষয়টি নিয়ে একটুও চিন্তিত নন।

মাশরাফি গত বছরের ১৮ ডিসেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। নিজেকে প্রস্তুত করতে সাবেক এই অধিনায়ক সম্ভাব্য সব কিছুই করছেন। ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাশরাফির ফিটনেস ইস্যুতে ঢাকার কোচ বলেছেন, ‘মাশরাফি কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও পরের দিকে এসে ম্যাচ জিতিয়েছে, শুরুতে খেলেনি। এবার বিপিএল খেলার জন্য সে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। তার প্রস্তুতি ওরকম ছিল। আমার মনে হয় মাশরাফি ইজ মাশরাফি। ইনশাআল্লাহ্ তাকে নিয়মিত ম্যাচেই দেখা যাবে।’

বিপিএল খেলতে মাশরাফি প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন। গত কিছুদিন ধরে নিয়মিত অনুশীলনও করছেন। ৬ জানুয়ারি থেকে প্রায় নিয়মিত তাকে বল হাতে ঝালিয়ে নিতে দেখা যাচ্ছে। অনুশীলনে ফিরে মাশরাফি জানিয়েছিলেন, ছন্দে ফিরতে বেশি সময় লাগবে না। 

তাই বলা চলে মাশরাফিসহ তিন বড় তারকাকে একসঙ্গে পেয়েছেন কোচ মিজানুর রহমান। তাদের সামলানো কতটা কঠিন হবে- এমন প্রশ্নে মিজানুর রহমান বলেছেন, ‘গত বছরও এরকমই ছিল। এ বছর তামিম এসেছে (সাকিব অন্য দলে)। ছোটবেলা থেকে তামিমকে আমি কোচিং করাই। গত ডিপিএলে আমার অধীনে খেলেছে। তামিমের সঙ্গে অনেক বেশি ফ্রেন্ডলি আমি। গত বছরও উপভোগ করেছি, এবার আরও বেশি উপভোগ করবো আশা করি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা