X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর ১ রানে হারলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ১৪:০৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৪:০৮

আগের দিন ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজে ব্যাটিংয়ে হেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য আধিপত্য দেখিয়েছে বেশিরভাগ সময়। কিন্তু ক্যারিবীয়দের শেষ দিকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে মাত্র ১ রানের ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তাতে ৫ ম্যাচের সিরিজ ১-১ সমতায় নিয়ে এসেছে ইয়ন মরগানের দল।  

ব্যর্থতা কাটিয়ে এদিন দারুণ জবাব দিয়েছে ইংল্যান্ড। টস হেরেও শুরুতে ব্যাট করে ৮ উইকেটে তুলেছে ১৭১ রান! জবাবে ওয়েস্ট ইন্ডিজের এমন অবস্থা দাঁড়িয়েছিল যেখানে মাথা তুলে দাঁড়ানো তো দূরের কথা, জয় প্রাপ্তির সম্ভাবনাই ছিল অসম্ভব! কিন্তু আকিল হোসেন ও রোমারিও শেফার্ড যা করে দেখালেন, তা ছিল অবিশ্বাস্য! ৯৮ রানে ৮ উইকেট পড়ে যাওয়ায় ম্যাচ থেকেই ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনও ২৯ বলে প্রয়োজন ৭৪ রান। ক্যারিবীয় ওই দুই ব্যাটারই চ্যালেঞ্জটা নিলেন তার পর। অবিশ্বাস্য সব হিটিংয়ে ম্যাচটা করে তোলেন রোমাঞ্চকর।

শেষ ওভারে প্রয়োজন ছিল ৩০ রানের। সেখানে আকিল হোসেন তুলতে পেরেছেন মোট ২৮ রান। ২০তম ওভারের প্রথম বলে ওয়াইড দেওয়ার পর দ্বিতীয় বলে কোনও রান দেননি সাকিব মাহমুদ। পরের দুই বলে চার মেরেছেন আকিল হোসেন। চতুর্থ বল ওয়াইড হলে পরের তিন বলে ছক্কা হাঁকান আকিল। এই সময়ে আর কোনও বাড়তি রান না হওয়ায় ৮ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে ১৭০ রান।

রোমারিও ২৮ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থেকেছেন। আকিল হোসেন অপরাজিত থাকেন ১৬ বলে ৪৪ রানের অসাধারণ এক ইনিংসে। তাতে ছিল ৩টি চারের সঙ্গে ৪টি ছয়! মঈন আলী ২৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। ম্যাচসেরাও হন তিনি। ২৪ রানে দুটি নেন আদিল রশিদ। 

শুরুতে ব্যাট করা ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংসটি ছিল ওপেনার জেসন রয়ের। ৩১ বলে ৪৫ রান করেছেন। আরেক ওপেনার টম ব্যান্টন ১৮ বলে ২৫ রান করেছেন। তার পর মঈন আলীর ৩১ ও ক্রিস জর্ডানের ২৭ রান স্কোরবোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছে। ২৫ রানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। ৫০ রানে সমসংখ্যক উইকেট নেন ফাবিয়ান অ্যালেনও।

/এফআআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা