X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিপিএল চট্টগ্রামে ফিরতেই স্বস্তিতে ক্রিকেটাররা

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৭ জানুয়ারি ২০২২, ২১:৩৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২১:৪২

চট্টগ্রামের উইকেট মানেই ব্যাটারদের স্বর্গরাজ্য। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ ছয়টি স্কোরই এই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের। ২০১৯ সালে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্স ২৩৯ রানের স্কোর গড়েছিল। চট্টগ্রামে ওটাই বিপিএলের সর্বোচ্চ স্কোর। কিন্তু সিলেট কিংবা মিরপুরের উইকেটে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেন না। তাইতো বিপিএল চট্টগ্রামে ফিরতেই খুশিতে আত্মহারা সবাই। অনুশীলন শেষে খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম, স্বাগতিক দল চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ নুরুল হাসান সোহানরা এখন ভালো উইকেটে খেলার অপেক্ষায় রোমাঞ্চ অনুভব করছেন।

বিপিএলে সবমিলিয়ে ২৫টি দুইশো পেরুনো ইনিংস আছে। তার মধ্যে দশটিই চট্টগ্রামে। যা আবার বাড়তি করে প্রেরণা দিচ্ছে খুলনার অধিনায়ক মুশফিকুর রহিমকেও। তিনি তো এখন জয়ের ধারায় ফিরতে আত্মবিশ্বাস পাচ্ছেন, ‘চট্টগ্রাম অন্যতম হাইস্কোরিং গ্রাউন্ড। এটাতো শুধু গত বছর (২০১৯ সাল) নয়, এখানে যতগুলো বিপিএলের ম্যাচ হয়েছে, সব সময় হাইস্কোরিং ম্যাচ হয়েছে। আশা করছি, এই ভেন্যুতে জয়ের ধারায় ফিরতে পারবো।’

পাশাপাশি চট্টগ্রামের উইকেটে বোলারদের ওপরও যে চাপ থাকবে সেটি স্মরণ করিয়ে দিয়েছেন মুশফিক, ‘ঢাকা ও চট্টগ্রামের উইকেটের মধ্যে পার্থক্য আছে। আমরা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো ততই ভালো হবে। আশা করছি, উইকেট ভালো হবে। অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি হবে। খুব স্বাভাবিকভাবে এখানে বোলারদের চাপে থাকতে হবে।’

ফরচুন বরিশালের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসানতো উচ্ছ্বাস প্রকাশ করলেন চট্টগ্রামের উইকেট দেখে, ‘আসলে সত্যিকার অর্থে চিটাগংয়ের উইকেট খুব ভালো থাকে। আর টিম হিসেবে যদি বলি, সর্বশেষ দুটা ম্যাচ হেরে আমরা কিছুটা ব্যাকফুটে ছিলাম। অবশ্যই চাইবো শক্তভাবে ঘুরে দাঁড়াতে, যেহেতু এখানে উইকেট অনেক ভালো থাকবে। আমার কাছে মনে হয় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’

ঢাকা থেকে সবার আগে চট্টগ্রামে পৌঁছায় মিরাজের নেতৃত্বাধীন স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকাতে তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে তাদের অবস্থান। স্বাভাবিকভাবেই নিজেদের মাটিতে দারুণ ক্রিকেট উপহার দিতে মুখিয়ে স্বাগতিকরা। এখানে খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে। তাইতো ভালো উইকেট দেখে দারুণ লড়াইয়ের অপেক্ষায় মিরাজ, ‘যত ভালো উইকেটে খেলবে, তত ব্যাটসম্যানরা রান করে আত্মবিশ্বাস পাবে এবং বোলাররাও অনেক কিছু শিখতে পারবো। এখানে ভালো উইকেট আছে, সবাই ওভাবে মানসিকভাবে প্রস্তুতি নিবে। আশা করছি, প্রথম ম্যাচটি ভালো ভাবে শুরু করতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা