X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পাল্টাচ্ছে বিপিএল!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৮ জানুয়ারি ২০২২, ০৯:২০আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯:২০

ঢাকায় প্রথম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে বন্দর নগরী চট্টগ্রামে। মিরপুরে রান না ওঠায় ভেন্যু বদলে আশার পালে হাওয়া লাগছে। আজ (শুক্রবার) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে দুপুর দেড়টায় লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। পরের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৫টায় ‍মুখোমুখি মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভশন ও টি স্পোর্টস।

চট্টগ্রাম পর্বে ভালো শুরুর আশায় বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া বাকি পাঁচ দল অনুশীলন করেছে। ফরচুন বরিশালের খেলা না থাকলেও ব্যাটিং নিয়ে বৃহস্পতিবার সকালের পুরোটা সময় কাজ করেছে তারা। স্বাগতিক চট্টগ্রাম একটু আগেভাগেই চট্টগ্রামের উইকেট সম্পর্কে ধারণা নিতে পেরেছে। এদিকে খুলনা হার ভুলে জয়ের প্রত্যাশায় কঠোর অনুশীলন করেছে। রানখরায় ভোগা মুশফিক টানা তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন।

দুই দলই একটি করে ম্যাচ হেরেছে। শুক্রবার প্রথম ম্যাচে দুই দলের অভিন্ন লক্ষ্য। দুই দলের অধিনায়কই জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করতে চান। মুশফিক চাইছেন, আগের ম্যাচ হার ভুলে জয়ের ধারায় ফিরতে। তার জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো, করোনাআক্রান্ত হওয়া সৌম্য সরকার দুই ম্যাচ পর একাদশে ফিরছেন।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে খুলনা অধিনায়ক মুশফিক বলেছেন, ‘আমাদের জন্য সৌম্যর না থাকাটা বড় ক্ষতি ছিল। সবকিছু ঠিক থাকলে সৌম্যকে পাবো। আশা করি সে আমাদের জন্য ইমপ্যাক্টফুল ইনিংস খেলতে পারবে। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে বোলারদের জন্য কঠিন সময় থাকবে। আমরা এটা নিয়েই কাজ করছি। আশা করি, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে দিনশেষে আমরা জিততে পারবো।’

অন্যদিকে চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচ হারলেও টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। যদিও চট্টগ্রামে তাদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। পাঁচ দিনে খেলতে হবে চার ম্যাচ। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মিরাজরা টানা জয়ের ধারা সচল রাখতে চান।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আমি মনে করি আমরা যে প্রসেসে এগোচ্ছি, ব্যাটাররা যেভাবে রান করছে, বোলাররা যেভাবে উইকেট পাচ্ছে, ওইভাবেই আমরা চেষ্টা করবো। আর যেহেতু এখানে আমাদের চারটা ম্যাচ, অবশ্যই হোম গ্রাউন্ডে দর্শকের অনেক চাহিদা থাকবে। এটা আসলে আমাদের টিমের জন্য প্রেশার না, বাট এটা টিমের মোটিভেশন। সবাই যদি ভালো ক্রিকেট খেলে এবং আমরা ম্যাচ জিততে পারি, দর্শকদেরও ভালো লাগবে যে নিজের হোম গ্রাউন্ডে আমরা ম্যাচ জিতেছি।’

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা-সিলেট। ম্যাচটি ঢাকার জন্য বাঁচা-মরার লড়াই। কেননা বাকি থাকা ৬ ম্যাচের অন্তত ৫টি জিততে হবে। তামিম ইকবাল অবশ্য আশা করছেন, চট্টগ্রামে ভালো শুরু করার, ‘কোয়ালিফাই করতে হলে সম্ভবত পাঁচটি ম্যাচ জিততে হবে। আমাদের তাই ছয় ম্যাচে চারটি জিততে হবে, কঠিন কাজ এটা। তবে অসম্ভব নয়। দল হিসেবে আমরা অবশ্যই ভালো দল, এটা নিয়ে সন্দেহ নেই।’

ঢাকাতে শেষ ম্যাচ জিতেছে সিলেট। চট্টগ্রামে সেই ধারা ধরে রাখতে চায় দলটি। দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা প্রসেস অনুযায়ী খেলতে চাই। ঢাকায় বড় দলকে হারিয়ে আমরা আত্মবিশ্বাসী।’

এদিকে চট্টগ্রাম পর্বের ম্যাচ শুরুর আগে আলোচনায় উইকেট। উইকেট কি ব্যাটিং সহায়ক হবে? অতীত পরিসংখ্যান অবশ্য সেই আভাসই দিচ্ছে। তবে বোলাদের জন্য কিছুটা দুচিন্তা আছে। দ্বিতীয় ম্যাচে খেলা দলগুলো শিশির সমস্যায় ভুগবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা বাজতেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিশির পড়তে দেখা গেছে। অবশ্য উইকেট ব্যাটিং বান্ধব হবে বলেই প্রত্যাশা করছেন সহকারী পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু, ‘এখানে উইকেট কখনও খারাপ হয় না, আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকলে অনেক রান হবে। সাকিব সকালে উইকেট দেখে সন্তুষ্ট হয়ে চলে গেছে। এখানে উইকেট নিয়ে কেউ অভিযোগ করে না। আশা করি অনেক রান হবে।’

ব্যাটারদের জন্য আরেকটি সুখবর চট্টগ্রাম পর্বে অপেক্ষা করছে। ঢাকায় প্রথম পর্বে বেশ কিছু ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন ব্যাটাররা। ফলে চট্টগ্রাম পর্ব থেকে রিভিউ সিস্টেমে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। পুরোপুরি না হলেও ডিআরএসের বিকল্প ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের টেকনিক্যাল কমিটি। যার নাম দেওয়া হয়েছে ‘এডিআরএস’ বা ‘অলটারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম’।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ