X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাকিব দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে: পাপন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:২০

দক্ষিণ আফ্রিকায় সাকিব আল হাসানের টেস্ট খেলা নিয়ে জলঘোলা হয়েছে অনেক। আজ (সোমবার) দুপুরে গণমাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে গিয়েছিলেন, দুই-একদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকায় সাকিবের টেস্ট খেলা নিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু সন্ধ্যা হতেই বদলে গেলো সবকিছু। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, সাকিব দক্ষিণ আফ্রিকায় কেবল ওয়ানডে নয়, টেস্টও খেলবে!

আইপিএলে খেলবেন বলে বেশ কয়েক মাসে আগেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে দল না পাওয়াতে সাকিবের টেস্ট খেলা নিয়ে কোন বাঁধা নেই বলেই জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান, ‘যেহেতু আইপিএলে ও (সাকিব) যাচ্ছে না, তাহলে তো আমি কোনও কারণ দেখছি না দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলার। তাই এই চিন্তাটা মাথা থেকে ভুলে যান। এ রকম কিছু আমার মাথায় নেই। আইপিএলের জন্যই যেতে চাচ্ছিল না। যেহেতু আইপিএল নেই সে খেলবে (টেস্ট সিরিজ)।’

তাহলে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিবকে পাওয়া যাবে, এমন প্রশ্নে স্পষ্ট করেই বিসিবি সভাপতি বললেন, ‘হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে, টেস্ট খেলবে না! এটা কী বললেন? চলে আসবে? ও (সাকিব) খেলবে। আমার ধারণা খেলবে।’

আজ (সোমবার) তৃতীয় ম্যাচ শেষে পাপনের সঙ্গে দূর থেকে কথা হয়েছিল সাকিবের। সেখানে নাকি বোর্ড প্রধানকে সাকিব বলেছেন, দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন তিনি। পাপনের ভাষায়, ‘আজ খেলা শেষে দূর থেকে সাকিবের সঙ্গে কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে (সাকিব) বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বললো, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও (সাকিব) খেলবে। আমি এখন পর্যন্ত যা যা জানি ও খেলবে। ও একবারও বলেনি ও খেলবে না। যে বলেছিল আইপিএলের কথা। এর বাইরে তো বলেনি। কথা আসছে কেন?’

বিসিবি সভাপতি জানালেন, কোনও ক্রিকেটার যদি চান কোনও ফরম্যাট খেলবেন না, তাতে বোর্ডের কোন আপত্তি থাকবে না, ‘যেকোনও খেলোয়াড় যেকোনও ফরম্যাট না খেলতে চাইলে আমার কোনও অসুবিধা নেই। কিন্তু আমাকে আগে বলতে হবে। সে (সাকিব) বলেছিল, আইপিএলের কারণে খেলবে না। এখন যেহেতু হচ্ছে না তার মানে সে খেলবে এটাই কথা। এটা ছাড়া অন্য কোনও অপশন দেখি না।’

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই টেস্ট তেমন খেলছেন না সাকিব। কখনও পারিবারিক কিংবা ব্যক্তিগত সমস্যা, কখনও আবার আইপিএল বা ইনজুরি সমস্যায় বাংলাদেশের সর্বশেষ খেলা ৯ টেস্টের ৬টি-ই খেলেননি তিনি! এবার আইপিএলের কারণেই দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট খেলতে চাইছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। আইপিএলের নিলামের আগে ৬ মাস টেস্ট ক্রিকেট থেকে ব্রেক চাচ্ছিলো সাকিব। পাপন বলেছেন, ‘সাকিব আমাদের আগে একটি চিঠি দিয়েছিল, যেটায় টেস্ট থেকে ৬ মাসের একটা ব্রেক চাচ্ছিল। পরে যখন ওকে জিজ্ঞেস করলাম, বললো আইপিএলের কারণে দুইটা সিরিজ ও (সাকিব) খেলতে পারবে না। একটা দক্ষিণ আফ্রিকায় আরেকটা শ্রীলঙ্কায়। আমি সঙ্গে সঙ্গে বললাম, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে। ও (সাকিব) সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলো। শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ওইটা এখন আর ইস্যু নয়।’

/কেআর/
সম্পর্কিত
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
সর্বশেষ খবর
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?