X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কিউরেটরের ওপর ক্ষোভ, অতঃপর দরজায় লাথি মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২২, ১৫:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২২:০৮

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগ খেলতে হলে জয়ের বিকল্প ছিল না মোহামেডানের। আজকের (শনিবার) ম্যাচের আগে ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় আট নম্বরে ছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। পয়েন্ট টেবিলের যখন এই দশা, তখন রূপগঞ্জ টাইগার্সের বোলিংয়ে সামনে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে গেছে তারা। মাহমুদউল্লাহ সপ্তম ব্যাটার হিসেবে যখন আউট হন, তখন মোহামেডানের সংগ্রহ ৭ উইকেটে ১৩৯। এমন চাপের ম্যাচে আউট হয়ে মেজাজ হারিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

বিপর্যস্ত মোহামেডানের ইনিংস ঠিকঠাক করতে একাই লড়াই করছিলেন মাহমুদউল্লাহ। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর ছোট ছোট জুটি গড়ে মোহামেডানকে লড়াই করার মতো পুঁজি এনে দিচ্ছিলেন তিনি। কিন্তু ৪৮ রান নিয়ে ব্যাটিং করা মাহমুদউল্লাহ ৩৭তম ওভারে এনামুল হক জুনিয়রের অফ স্টাম্পের বাইরের আর্ম বলটি কাট শট খেলতে গিয়ে ব্যর্থ হন। বলটি নিচু হওয়াতে মাহমুদউল্লাহর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসে চলে যায়। এতেই চরম বিরক্ত হন তিনি।

ড্রেসিং রুমে ফেরার পথে কিউরেটর গামিনি ডি সিলভাকে উচ্চকণ্ঠে কিছু বলতে শোনা যায় মাহমুদউল্লাহকে। স্পষ্ট করে কিছু বোঝা না গেলেও এতটুকু আন্দাজ করা যায় মিরপুরের পিচ নিয়েই চেঁচামেচি করেছেন তিনি। এখানেই থামেননি মাহমুদউল্লাহ। রাগে ফুঁসতে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার ড্রেসিং রুমে ঢোকার পথে পা দিয়ে দরজায় আঘাত করেন। এমন উঁচু-নিচু বাউন্সের উইকেট নিয়েই মূলত মাহমুদউল্লাহর হতাশা। যদিও মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা নতুন নয়। তবু এই উইকেটের যে তত্ত্বাবধায়ক সেই লঙ্কান কিউরেটর গামিনি আছেন বহাল তবিয়তে!

জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে মোহামেডান। লক্ষ্য ছিল, দীর্ঘদিনের শিরোপা খরা কাটানো। সাকিব-তাসকিন-মুশফিক-মিরাজরা এখন অব্দি খেলার সুযোগ না পেলেও দলটিতে মাহমুদউল্লাহ, শুভাগত হোম, মোহাম্মদ হাফিজ, রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়ার মতো পরীক্ষিত ক্রিকেটার রয়েছেন। তবু পুরো লিগ জুড়েই ছন্নছাড়া ক্রিকেট খেলতে দেখা গেছে মোহামেডানকে। তার খেসারত দিতে হচ্ছে সুপার লিগ থেকে বাদ পড়ে! আজ হারলেই সুপার লিগ থেকে নিশ্চিত বাদ পড়ে যাবে মোহামেডান। আর সেটি হলে সাকিব-মুশফিক-মিরাজদের দর্শক হয়েই থাকতে হবে!

শনিবার সুপার লিগে টিকে থাকার লড়াইয়ে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। কিন্তু ১১.৫ ওভার বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে যায় ঐতিহ্যবাহী এই ক্লাবটি। উইকেট ধীর গতির হওয়ায় ম্যাচের শুরু থেকে বল প্রায়ই নিচু হয়ে আসছিল। এই সুবিধা বেশ ভালো করেই কাজে লাগিয়েছে রূপগঞ্জের অভিজ্ঞ স্পিনার এনামুল। তার ঘূর্ণি জাদুতেই কুপোকাপ মোহামেডান। অভিজ্ঞ এই স্পিনার একাই নেন ৫ উইকেট। রূপগঞ্জের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধও দারুণ বোলিং করে ৩ উইকেট তুলে নেন। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৮ রান। সহজ লক্ষ্যে জয়ের সুভাস পাচ্ছে রূপগঞ্জ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে তামিমের বার্তা‘বুড়ো, কিন্তু নট আউট’
টানা ৮ হারে প্লে-অফ থেকে ছিটকে গেলো ঢাকা
সেরা করদাতা সাকিব-রিয়াদ-তামিম
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী