X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাকিব তিন ফরম্যাটে, তামিম দুই ফরম্যাটে চুক্তি সারলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ২০:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২০:৪৪

গত মাসে ২১ জনের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তিতে সাকিব আল হাসান আছেন তিন ফরম্যাটেই, আর তামিম ইকবাল দুই ফরম্যাট- টেস্ট ও ওয়ানডেতে। দুজনই হাসিমুখে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন। শুধু তারা নন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ ক্রিকেটার এদিন স্বাক্ষর করেছেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের উপস্থিতিতে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেন ক্রিকেটাররা। এ নিয়ে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজকে সবাইকে একসঙ্গে ডেকেছিলাম চুক্তি স্বাক্ষর করার জন্য। সেজন্যই সবাই এসেছিল। কয়েকজন ব্যক্তিগত কারণে আসতে পারেনি। সব মিলিয়ে ১৭-১৮ জনের মতো উপস্থিত ছিল।’

যুক্তরাষ্ট্র থেকে বুধবার সকালেই দেশে ফেরেন সাকিব। আর তামিম ইংল্যান্ড থেকে ফিরেছেন সোমবার রাতে। সাকিব-তামিমসহ ১৮ ক্রিকেটারের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে বিসিবি। ক্রিকেটারের ‘চাহিদা’ অনুযায়ী করা হয়েছে কেন্দ্রীয় চুক্তি। অর্থাৎ, যারা যে ফরম্যাট খেলতে চান, তাদের সেই ফরম্যাটেই রাখা হয়েছে। চুক্তিপত্রে সবাই সেভাবে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘যে প্লেয়ারগুলো যে ফরম্যাটের জন্য এভেইলবল, তারা সেভাবেই চুক্তি স্বাক্ষর করেছে। এটা তো এখন ইতোমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে কে কোন ফরম্যাট খেলবে। ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর নতুন কী হয়, সেটা দেখা যাক।’

গত মার্চের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সাকিব তিন ফরম্যাটের চুক্তিতেই আছেন। তামিম আছেন টেস্ট ও ওয়ানডেতে। মাহমুদউল্লাহ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। জালাল ইউনুসের প্রত্যাশা নিজেদের চুক্তি অনুযায়ী ক্রিকেটাররা প্রতিটি ম্যাচ খেলবেন, ‘আমরা তো চাই প্লেয়াররা চুক্তি অনুযায়ী খেলুক। অনেকেই ব্যক্তিগত কারণে খেলতে পারে না, সেটা ভিন্ন জিনিস। তখন আমরা অন্য দৃষ্টিতে দেখবো। আমার মনে হয়, এখন সময় এসেছে যে প্লেয়ারদের বলতে পারি- তোমাকে এই ফরম্যাটে চাই আমরা।’

অনেকটা অভিমান করেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন তামিম। বিপিএল চলাকালীন তামিম জানিয়েছিলেন, ৬ মাসের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। এরপর ফিট থাকলে এবং টিম ম্যানেজমেন্ট চাইলে তিনি ফেরার কথা ভাববেন। অক্টোবর-নভেম্বরে তামিমকে কুড়ি ওভারের বিশ্বকাপে পাওয়া যাবে কিনা, এমন প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, ‘না (এখনও জানি না)। তামিমেরটা খুব শিগগিরই জানতে পারবো, সে পরবর্তী বিশ্বকাপ খেলবে কিনা। এটা এখনই বলা যাচ্ছে না।’

চুক্তিতে আছেন যারা:

তিন সংস্করণ: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান,  আফিফ হোসেন।

শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত,  সাদমান ইসলাম, ইয়াসির আলী, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়।

শুধু টি-টোয়েন্টি: নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
হেলিকপ্টারে এসে শোরুম উদ্বোধন করলেন তামিম ইকবাল
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়