X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রশিদের বোলিংয়ে কেন সন্তুষ্ট নন লারা

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ২৩:০৬আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২৩:০৬

২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির অনেক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রশিদ খান। তবে এবার হায়দরাবাদ আফগান স্পিনারকে ছেড়ে দিয়েছে। রশিদের নতুন ঠিকানা হয়েছে আইপিএলের নতুন দল গুজরাট টাইটানসে। পরীক্ষিত বোলারকে ছেড়ে দেওয়ায় স্পিন আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে গেছে হায়দরাবাদের। যদিও দলটির ব্যাটিং কোচ ব্রায়ান লারা বলছেন অন্য কথা।

রশিদের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে এই কিংবদন্তির, তবে তার বোলিং নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন লারা। আফগান স্পিনার ইকোনমি রেট ঠিক রেখে বোলিং করেছেন, তবে সেক্ষেত্রে প্রতিপক্ষের ব্যাটাররা তাকে অতিমাত্রায় ডিফেন্ড করতে চেয়েছেন বলে উইকেট ততটা আসেনি। আর এই জায়গাতেই দলীয় পরিকল্পনায় রশিদের না থাকায় সমস্যা দেখেন না লারা।

২০২১ সালে হায়দরাবাদ ছাড়ার আগে ৭৬ ম্যাচে ৯৩ উইকেট নিয়েছেন রশিদ। ইকোনমি রেট মাত্র ৬.৩৩। এরপরও এবারের মেগা নিলামের আগে তাকে ধরে রাখেনি হায়দরাবাদ। রেখে দিয়েছিল কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ ও উমরান মালিককে। রশিদকে অবশ্য নিলামে উঠতেই হয়নি। তার আগেই কিনে নেয় গুজরাট।

আইপিএলের এবারের আসরে হায়দরাবাদের শুরুটা হয়েছিল বাজে। টানা দুই ম্যাচ হারে। তবে এরপর থেকে অন্য এক দলকে দেখা যাচ্ছে। জিতেছে টানা পাঁচ ম্যাচ। তবে টুর্নামেন্টের বাকি অর্ধেক পথে স্পিন নির্ভর উইকেটের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি থাকা হায়দরাবাদের জন্য চিন্তার বিষয়। যদিও ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচ লারা মোটেও চিন্তত নন।

রশিদ প্রসঙ্গে ক্যারিবয়ান গ্রেট বলেছেন, ‘রশিদ খানের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তবে আমি বিশ্বাস করি (হায়দরাবাদের) কম্বিনেশন ঠিক আছে। রশিদ এমন একজন বোলার ছিল, যার বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের ব্যাটাররা ডিফেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল, সে খুব বেশি উইকেট শিকারি বোলার ছিল না।’

হায়দরাবাদের বর্তমান স্পিন বিভাগ নিয়ে সন্তুষ্ট লারা। তার বিশ্বাস, ওয়াশিংটন সুন্দর, জে সুচিথ ও শ্রেয়াস গোলাপ মিলে ভালো কিছুই উপহার দেবেন দলকে।

/কেআর/
সম্পর্কিত
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি