X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মোস্তাফিজকে ছাড়াই জিতলো দিল্লি

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২২, ০০:৩৬আপডেট : ০৬ মে ২০২২, ০০:৩৬

আইপিএলের প্লে অফে উঠতে হলে বাকি সবগুলো ম্যাচে জেতার বিকল্প নেই তাদের সামনে। কঠিন এই সমীকরণ নিয়েই বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। নিজেদের মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে মোস্তাফিজুর রহমানকে ছাড়াই জয়ের নিশানা উড়িয়েছে তারা।

দিল্লির করা ২০৭ রানের জবাবে সানরাইজার্স ১৮৬ রানে থেমে যায়। ফলে ২১ রানের জয়ে প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রাখলো মোস্তাফিজের দল।

২০৮ রানের জবাবে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সের। দুই ওপেনার দলীয় ২৪ রানে ফিরে যান।

মিডল অর্ডারের শুরুটা ভালো হলেও কেউই ইনিংস বড় করতে পারেননি।

দলটির ব্যাটার নিকোলাস পুরান একাই চেষ্টা চালান। নিকোলাস পুরানের একার লড়াইয়ে তবুও কিছু আশা বেঁচে ছিল। কিন্তু ১৮তম ওভারে এই ব্যাটার ৬২ রানে আউট হন।

১৯তম ওভারে ১৫ রান ‍তুলে সানরাইজার্স ম্যাচ জমিয়ে তুলেছিলেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রানের। কঠিন এই লক্ষ্যে পৌঁছাতে পারেনি সানরাইজার্স।  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে সানরাইজার্সের ইনিংস।

ক্যারিবীয় ব্যাটার পুরান ৩৪ বলে ২ চার ও ৬ ছক্কায় নিজের ৬২ রানের ইনিংসটি সাজান।

দিল্লির বোলারদের মধ্যে খলিল আহমেদ তিনটি এবং শার্দুল ঠাকুর দুটি উইকেট নেন। মোস্তাফিজের বদলে সুযোগ পাওয়া আনরিখ নরকিয়া নেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের ‍সুযোগ পাওয়া দিল্লি ঝড় তোলে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে। এই ঝড়ে এলোমেলো হয়ে যায় সানরাইজার্সের বোলাররা।

৮৫ রানে তিন উইকেট হারনোর পর চতুর্থ উইকেটে ডেভিড ওয়ার্নার ও রোভম্যান পাওয়েল মিলে অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটি গড়েন।

এই জুটির ওপর দাঁড়িয়ে ২০৭ রানের সংগ্রহ পায় দিল্লি। ডেভিড ওয়ার্নার ৫৮ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৯২ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে ৩৫ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৬৭ রানে অপরাজিত ছিলেন  রভম্যান পাওয়েল।

সানরাইজার্সের বোলারদের মধ্যে ভুবেনশ্বর কুমার, শন অ্যাবট ও শ্রেয়াস গোপাল একটি করে উইকেট নেন।

/আরআই/এফএ/
সম্পর্কিত
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
রান উৎসবের ম্যাচে হায়দরাবাদের কাছে হারলো মুম্বাই
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’