X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ টাইগার্স’ বদলে দিয়েছে নাঈমকে

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৬ মে ২০২২, ২০:২৮আপডেট : ১৬ মে ২০২২, ২০:৩৮

‘বাংলাদেশ টাইগার্স’ নামে নতুন ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া কিংবা জাতীয় দলের আশপাশের ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতেই মূলত এই প্রোগ্রাম চালু করেছে বিসিবি। ‘বাংলাদেশ টাইগার্স’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী ইনাম আহমেদ। তার তত্ত্বাবধানেই গত ফেব্রুয়ারিতে ২৩ ক্রিকেটার নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয় এই ক্যাম্প। সেখানে সুযোগ পেয়েছিলেন নাঈম হাসান। স্থানীয় কোচ সোহেল ইসলামের কোচিংয়ে ছিটকে পড়া নাঈম নিজেকে খুঁজে পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানালেন।

১৫ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন নাঈম। শুধু ওই টেস্টেই নয়, ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রামে আগের টেস্টেও ব্যর্থ ছিলেন তিনি। এরপর বেশ কয়েক ম্যাচে সুযোগ হয়নি। পরের সময়টা আরও হতাশার। স্থায়ীভাবে বাদ পড়েন দলের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি থেকে। তবে বাংলাদেশ টাইগার্সে সোহেল ইসলামের কোচিংয়ে বদলে গেছেন তিনি। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কাকে ৪০০ রানের নিচে আটকে দেওয়ার নায়ক মেহেদী হাসান মিরাজের ইনজুরিতে সুযোগ পাওয়া নাঈম। ১০৫ রানে ৬ উইকেট নেন এই অফস্পিনার।

আজ (সোমবার) চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাঈম নিজের সাফল্যের রহস্য জানালেন, ‘আসলে (স্পিন বোলিং কোচ রঙ্গনা) হেরাথ তো লাইন-লেন্থের ব্যাপারে বলেছিলেন, কীভাবে উন্নতি করা যায়। আমি বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে ছিলাম। তখন সোহেল স্যার (সোহেল ইসলাম) ছিলেন, উনার সঙ্গে কাজ করেছি, কী কী উন্নতি দরকার উনি বলেছিলেন। উনার সঙ্গে কাজ করেই আমার উন্নতি হয়েছে। এখানে (জাতীয় দলে) আসার পর একই কথা বলেছেন কোচ। ম্যাচ নিয়ে কথা বলেছিলেন, কী করতে হবে কোন পরিস্থিতিতে।’

অফফর্মের পাশাপাশি বেশ কিছুদিন ইনজুরিতেও ভুগেছেন নাঈম। সেই সময়টাতে নিজেকে প্রস্তুত করেছেন তিনি, ‘ইনজুরির সময়টা নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। তখন দলের সঙ্গে ছিলাম আমি, খেলার সুযোগ হয়নি। মিরাজ ভাই খুব ভালো খেলছিলেন, যেটা সত্যি কথা। ব্যাটিং, বোলিং ভালো করছিলেন। ওই জন্যই সুযোগ পাইনি। ইনজুরির সময় আমার চেষ্টা ছিল নিজেকে ধরে রাখার, প্র্যাকটিস করে প্রস্তুতি নিয়ে রাখা। যখন সুযোগ আসবে, তখন যেন ভালো করতে পারি।’

নাঈম আরও বলেছেন, ‘ইনজুরির সময়টা একটু কঠিন যায়, চেষ্টা করেছি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। তখন আমি টিমের সঙ্গে ছিলাম। খেলা হয়নি, কিন্তু দলের সঙ্গে ছিলাম। ট্রিটমেন্ট করলাম, এরপর চেষ্টা করেছি যত তাড়াতাড়ি ফিরে আসা যায়। শেষ দুই সিরিজে আমি ছিলাম না। তখন আমি বিসিএল খেলছিলাম, এরপর তো আবার বিপিএল শুরু হলো। তারপর আবার বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে চলে গিয়েছিলাম। সব মিলিয়ে গ্যাপটা হয়নি।

১৫ মাস পর সুযোগ পেয়ে ক্যারিয়ারসেরা সাফল্য পেয়েছেন নাঈম। তবে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তেমন কোনও পরিকল্পনা ছিল না তরুণ স্পিনারের, ‘আমার ওরকম কোনও কিছু চিন্তা ছিল না। মিরাজ ভাই ইনজুরিতে পড়েছেন, তখন খারাপ লেগেছে। যখন খেলেছি, চিন্তা ছিল আমি শতভাগ এফোর্ট দেবো। দিনশেষে ফল যাই আসুক, যেন বলতে পারি শতভাগ এফোর্ট দিয়েছি।’

প্রথম দিন এলোমেলো বোলিং করলেও দ্বিতীয় দিন অনেকটাই গোছানো বোলিং করেছেন নাঈম। ক্যারিয়ারসেরা সাফল্যের পেছনে তিনি কৃতিত্ব দিলেন তাইজুল ও সাকিবকে, ‘তাইজুল ও সকিব ভাই খুব ভালো বল করেছেন, উনারা রান আটকে রেখেছেন। তারপর সাকিব ভাইও ভালো বল করেছেন, রান আটকে রেখেছেন। গতকাল (রবিবার) আমি ওরকম ভালো বল করতে পারিনি। গতকাল সাকিব ভাই, কোচ ও সৌরভ (মুমিনুল) ভাইদের  সঙ্গে কথা বলেছি। আজ (সোমবার) উইকেট কী ডিমান্ড করছে, সেই অনুযায়ী বল করার চেষ্টা করেছি।’

/কেআর/
সম্পর্কিত
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না