X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লিটন-তামিম ফিরলেও লিড নিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৩:৫৬আপডেট : ১৮ মে ২০২২, ১৫:৩১

প্রথম সেশনে অবিশ্বাস্য ব্যাটিংয়ে চতুর্থ দিনটা সম্ভাবনাময় করে তুলেছিলেন মুশফিক-লিটন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে টেস্টের রোমাঞ্চ লুকিয়ে থাকে প্রতিটি সেশনে। যেমনটা দেখা গেলো বিরতির পর প্রথম ওভারে। জোড়া আঘাতে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন কনকাশন সাব কাসুন রাজিথা। লিটন দাসকে সেঞ্চুরি বঞ্চিত তো করেছেনই। রিটায়ার্ড হার্ট হয়ে পরে নামা সেঞ্চুরিয়ান তামিম ইকবালকেও আর ইনিংস বড় করতে দিলেন না। তাতে ৩ রানের লিড নেওয়া বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করছে লঙ্কানরা। ১৪০ ওভার শেষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪০১ রান। মুশফিক ব্যাট করছেন ৮৯ রানে। সঙ্গে সাকিব আছেন ১১ রানে।   

৩ উইকেটে ৩১৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন মুশফিক-লিটন। উপভোগ্য ব্যাটিংয়ে মনে হচ্ছিল দুজনেই বোধহয় সেঞ্চুরি পাবেন। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে লিটনের স্কোর ছিল ৮৮, মুশফিকের ৮৫। কিন্তু লাঞ্চের পর ফিরে প্রথম বলেই ভুল করে বসেন লিটন। অযথা রাজিথার অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে গ্লাভসবন্দি হয়েছেন। তাতে ১৮৯ বলে ৮৮ রানে শেষ হয় লিটনের ইনিংস।

লিটনের ফেরায় ভেঙে যায় ১৬৪ রানের অসাধারণ জুটি। তার পর তামিমের মাঠে নামাটা প্রত্যাশিতই ছিল। কিন্তু বামহাতি ওপেনারকে টিকতেই দেননি রাজিথা। দ্বিতীয় বলে পায়ের কাছে ভেতরে ঢুকে পরা এক ডেলিভারি দিলে পুরোপুরি পরাস্ত হন তামিম। ফলাফল বল উপড়ে ফেলে স্টাম্প। তাতে ২১৮ বলে ১৩৩ রানে বিদায় নিতে হয়েছে তাকে। কিছুক্ষণ পর সাকিবও ক্যাচ আউট হতে হতে বেঁচেছেন। তার ক্যাচ উঠলেও শর্ট লেগের ফিল্ডার তা হাতে ঠিকমতো জমাতে পারেননি। রিপ্লে দেখেও নির্ণয় করা যায়নি ফিল্ডার ক্যাচটা ঠিকমতো নিতে পেরেছেন কিনা। ফলে নটআউটই থাকে সিদ্ধান্ত।      

অথচ তৃতীয় দিনের শেষ সেশন থেকে ছিল মুশফিক-লিটনের আধিপত্য। শ্রীলঙ্কার বিপক্ষে এই জুটির শাসন চলে চতুর্থ দিনের প্রথম সেশনেও।

৫৩ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামা মুশফিক এখন সেঞ্চুরির অপেক্ষায়। তার আগে টেস্ট মেজাজের দারুণ প্রদর্শনীতে ছুঁয়েছেন মাইলফলকও। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পূরণ করেছেন ৫ হাজার রান। এই সময় সঙ্গী লিটন দাস দারুণ সমর্থন দিয়ে গেছেন তাকে।

প্রথম ইনিংসে লঙ্কানদের ৩৯৭ রানে গুটিয়ে দেওয়ার পর থেকেই ছড়ি ঘোরানো ব্যাটিং দেখা গেছে স্বাগতিকদের। তামিমের সেঞ্চুরিতে কর্তৃত্ব করতে দেখা গেছে তৃতীয় দিন। গতকাল প্রথম সেশনটা বিনা উইকেটে কাটানো গেলেও দ্বিতীয় সেশনে পড়ে শুধু ৩ উইকেট। এর পর লঙ্কানরা বাংলাদেশকে আর বিপদে ফেলতে পারেনি। তামিম ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হলে বাংলাদেশের ইনিংস মেরামতের দায়িত্ব সামলেছে মুশফিক-লিটন জুটি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী