X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
ওয়েস্ট ইন্ডিজ সফর

টেস্ট সিরিজে নেই তাসকিন-শরিফুল, ভাবনায় মোস্তাফিজ

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৯ মে ২০২২, ১৭:২৮আপডেট : ১৯ মে ২০২২, ১৭:৩৫

আগামী জুনের প্রথম সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। এই সফরে ইনজুরি আক্রান্ত দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে টেস্ট সিরিজে পাওয়া যাচ্ছে না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাদের পাওয়ার আশা করছেন নির্বাচকরা। পাশাপাশি দীর্ঘদিন ধরে টেস্ট না খেলা মোস্তাফিজুর রহমানকে লাল বলের ক্রিকেটে বিবেচনা করা হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

চট্টগ্রাম টেস্ট শেষে আগামীকাল (শুক্রবার) ঢাকায় ফিরবে বাংলাদেশ দল। ফিরবেন নির্বাচকরাও। ঢাকায় ফিরে দুই-একদিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল চূড়ান্ত করে ফেলবেন তারা। এমনই ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক নান্নু, ‘ঢাকায় গিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল প্রস্তুত করবো। সময় হলে আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু লজিস্টিক কাজ আছে। তাই দেরি হচ্ছে। (বিসিবি) সভাপতির (নাজমুল হাসান পাপন) অনুমোদন পেলে আমরা এটি দিয়ে দেবো।’

করোনার সময়ে জৈব সুরক্ষা বলয়ের ‘অজুহাতে’ টেস্ট দলে বিবেচনা না করতে নির্বাচকদের অনুরোধ করেছিলেন মোস্তাফিজ। এখন আবার ওয়ার্কলোডের কারণে টেস্ট খেলতে চাইছেন না কাটার মাস্টার। কিন্তু বিসিবি সভাপতি পাপন স্পষ্ট বলে দিয়েছেন, দেশের প্রয়োজন হলে মোস্তাফিজকে অবশ্যই খেলতে হবে।

কথাটা মোস্তাফিজের কানে না যাওয়ার কথা নয়। যদিও মোস্তাফিজ এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি। তবে প্রধান নির্বাচক জানালেন, তার সঙ্গে বাঁহাতি পেসারের দল নির্বাচন নিয়ে কথা হয়েছে, ‘মোস্তাফিজের সঙ্গে আমার কথা হয়েছে, আগামী সিরিজ নিয়ে। নির্বাচন প্যানেল থেকে যেভাবে আলোচনা হয়, সেভাবে কথা হয়েছে। যখন কোনও খেলোয়াড় সেরা ফর্মে থাকে, তখন তাকে অবশ্যই দরকার হয়। যদি আমাদের ওকে দরকার হয় অবশ্যই দলে অন্তর্ভুক্ত করবো।’

তাসকিন আগেই চোটে ছিলেন। আর গতকাল (বুধবার) শরিফুল  চোটে পড়ে ঢাকা টেস্ট তো বটেই, ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট থেকেও! কেননা আঙুলের চিড় থেকে সেরে উঠতে কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ লাগবে।

অন্যদিকে কিছুদিন আগে কাঁধের চোট নিয়ে লন্ডন গিয়েছিলেন তাসকিন। চিকিৎসক আপাতত অস্ত্রোপচার করানো থেকে বিরত থাকতে বলেছেন। তবু মাঠে ফিরতে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় প্রয়োজন। সাম্প্রতিক সময়ে দলের সেরা দুই পেসারকে টেস্ট সিরিজে না পাওয়ার কথাই জানালেন নান্নু, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমরা তাসকিনকে হয়তো (ওয়েস্ট ইন্ডিজ সফরে) টেস্টে পাচ্ছি না। সাদা বলের সিরিজে হয়তো পেতে পারি। তারপরও ২১ মে মেডিক্যাল ডিপার্টমেন্ট থেকে ফিজিওর রিপোর্ট পাবো। তখন আপনাদের আপডেটটা দিতে পারবো। শরিফুলকে টেস্টে পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। ওকে আমরা হয়তো সাদা বলে পেতে পারি। তারপরও পুরোপুরি আপডেট আগামী সপ্তাহে দিতে পারবো।’

/কেআর/
সম্পর্কিত
মোস্তাফিজের অনাপত্তিপত্র ইস্যুতে দুই মেরুতে বিসিবি
আইপিএলের জন্য ছুটি বাড়লো মোস্তাফিজের
মোস্তাফিজকে অনেক আত্মবিশ্বাসী দেখাচ্ছে: গাভাস্কার
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া