X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার ‘টার্নিং পয়েন্ট’ লিটনের উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৭:১৪আপডেট : ২৭ মে ২০২২, ১৭:১৪

সাকিব আল হাসানের সঙ্গে দারুণ জুটি গড়ে বাংলাদেশকে ৪ রানের লিড এনে দিয়ে লাঞ্চ বিরতিতে যান লিটন দাস। কিন্তু লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন তিনি। লিটনকে হারাতেই হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৩ রানে শেষ পাঁচ ব্যাটারকে হারায় স্বাগতিকরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটার নিরোশান ডিকবেলা জানালেন, লিটনের উইকেটই তাদের ‘টার্নিং পয়েন্ট’।

লাঞ্চের পর দ্বিতীয় ওভারে অসিথা ফার্নান্ডোর দুর্দান্ত ক্যাচে বিদায় নেন লিটন। অফ স্টাম্পে পিচ করা লেংথ বল হালকা মুভ করে ভেতরে ঢোকে। লিটন সোজা ব্যাটে ড্রাইভ করার চেষ্টা করতে গিয়ে রিটার্ন ক্যাচ দিলেন। ডান দিক ঝাঁপিয়ে অসাধারণ ক্ষীপ্রতায় বল হাতে জমান অসিথা। প্রথম ইনিংসে ১৪১ রানের পর দ্বিতীয় ইনিংসে লিটন ফিরলেন ৫২ রানে। তার আউটের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শ্রীলঙ্কা। 

লঙ্কান উইকেটকিপার ডিকবেলা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ড্রেসিং রুমে আমরা স্বস্তিতেই ছিলাম। আমরা জানতাম, টেল এন্ডার থেকে আমরা একটা উইকেট দূরে। আমরা চাপমুক্ত থাকার চেষ্টা করেছি। অসিথা দারুণ একটি ক্যাচ ধরেছে। আমি মনে করি, সেটাই টার্নিং পয়েন্ট।’

লঙ্কান দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমাল চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত অনায়াসেই ব্যাটিং করেছেন। দ্বিতীয় সেশন পর এবাদত হোসেনের বলে ভাঙে ১৯৯ রানের মহাকাব্যিক এই জুটি। তামিম ইকবালকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চান্ডিমাল। ততক্ষণে পাক্কা ১০০ রানের লিড নিয়ে ফেলে সফরকারীরা। চান্ডিমাল ১২৪ রানে আউট হলেও ম্যাথুজ ১৪৫ রানে অপরাজিত থাকেন। এই দুজনের সেঞ্চুরির গুরুত্ব তুলে ধরলেন ডিকবেলা, ‘অভিজ্ঞ দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমাল রান করতে উন্মুখ হয়ে ছিল। তারা জানে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়। তারা তাদের কাজটা ঠিকমতো করতে পেরেছেন। তারা তরুণদের চাপ কমিয়ে দিয়েছে।’

ঐতিহ্যগত ভাবে মিরপুরের উইকেট কিছুটা ধীরগতির হয়ে থাকে, যেখানে টার্ন কিছুটা বেশি থাকে। সাম্প্রতিক সময়ে এই ধরনের উইকেটে খেলা হলেও লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টে কিছুটা ভিন্ন রকম উইকেট পাওয়া গেছে। লঙ্কান এই উইকেটকিপার সেটাই জানালেন, ‘এর আগে আমরা যেমন উইকেটে খেলেছি, এবারকার উইকেট তেমন নয়। এবার ফ্লাট উইকেটে খেলা হয়েছে, ব্যাটারদের জন্য অবশ্যই ভালো। আমাদের পেস বোলাররা তাদের পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন করতে পেরেছে। স্পিনাররা হয়তো ভালো করেনি, কিন্তু পেসাররা তাদের কাজটা ঠিকমতো করেছে। পাশাপাশি ব্যাটাররা তাদের কাজটা ঠিকমতো করায় বোলারদের জন্য সহজ হয়ে গেছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
চোট কাটিয়ে অনুশীলনে সৌম্য, ফিরেছেন লিটনও
ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছুটিতে লিটন
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা