X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইপিএল ২০২২: কার পকেটে কত প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২২, ১৯:২৩আপডেট : ৩০ মে ২০২২, ২০:৪০

শেষ হয়েছে ২০২২ সালের আইপিএল। রবিবারের ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে অভিষেক আসরেই শিরোপা জিতেছে গুজরাট টাইটানস। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতায় বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি লড়াইয়ে প্রাইজমানির অঙ্কটাও বেশ চড়া। শুধু কি চ্যাম্পিয়ন কিংবা রানার্স-আপের প্রাইজমানি, আলাদা করে দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার। যে প্রাইজমানিতে সবচেয়ে বেশি পকেট ফুলেছে জস বাটলারের!

জস বাটলার: এবারের আইপিএলে সবচেয়ে বেশি প্রাইজমানি এই ইংলিশ ব্যাটারের। তিনি পেয়েছেন সর্বমোট ৬০ লাখ রুপি। ২০২২ সালের আসরে সর্বোচ্চ ৮৬৩ রান করা বাটলার জিতেছেন ছয়টি ব্যক্তিগত পুরস্কার।

এবারের আসরে সর্বোচ্চ ৪৫টি ছক্কা হাঁকিয়েছেন বাটলার। যা তাকে এনে দিয়েছে ১০ লাখ রুপি। এই পরিমাণ অর্থ পেয়েছেন তিনি সর্বোচ্চ ৮৩ বাউন্ডারি মেরে। ‍সর্বোচ্চ চার-ছক্কার পাশাপাশি এই উইকেটকিপার ব্যাটার হয়েছেন এবারের মৌসুমের ‘গেম চেঞ্জার’। এখানে যোগ হয়েছে আরও ১০ লাখ রুপি। আরও ১০ লাখ এসেছে ‘পাওয়ায় প্লেয়ার’ হিসেবে। এর সঙ্গে আরও ১০ লাখ করে পেয়েছেন অরেঞ্জ ক্যাপ ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে।

লকি ফার্গুসন: ‍ফাইনালে গুজরাটের লকি ফার্গুসন বল করেছেন ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার বেগে। ২০২২ সালের আইপিএলে সর্বোচ্চ গতিতে বল করে ১০ লাখ রুপি পকেটে পুড়েছেন এই কিউই পেসার।

উমরান মালিক: এবারের মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে ১০ লাখ রুপি পেয়েছেন উমরান মালিক।

যুজবেন্দ্র চাহাল: এবারের মৌসুমে সর্বোচ্চ উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। তারই পুরস্কার হিসেবে ১০ লাখ রুপি পেয়েছেন যুজবেন্দ্র চাহাল।

এভিন লুইস: প্লে-অফের দৌড় থেকে কলকাতা নাইট রাইডার্সকে বিদায় করে দেওয়ার পথে অসাধারণ এক ক্যাচ নিয়েছিলেন এভিন লুইস। তার ওই ক্যাচটাই হয়েছে ‘মৌসুমের সেরা’। দুর্দান্ত ক্যাচ নিয়ে ১০ লাখ রুপি জিতেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার।

হার্দিক পান্ডিয়া: গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া জিতেছেন পাঞ্চ স্ট্রাইকার অব দ্য সিজন। এটির পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন টাটা পাঞ্চ কার। যে গাড়িটি গোটা আইপিএলে দেখানো হয়েছে।

রানার্স-আপ: স্বপ্ন ভেঙেছে রাজস্থান রয়্যালসের। আইপিএলের দ্বিতীয় শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। তবে একেবারে খালি কিন্তু হাত নয়! রানার্স-আপ হয়ে প্রাইজমানি ঠিকই জিতেছে। সঞ্জু স্যামসনরা জিতেছেন ১২ কোটি ৫০ লাখ রুপি।

চ্যাম্পিয়ন: প্রথমবার আইপিএলে নেমেই গুজরাট টাইটানসের বাজিমাত। লিগ পর্বে অসাধারণ পারফর্ম করা দলটিই জিতেছে আইপিএল শিরোপা। স্বপ্নের মতো কাটানো মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে হার্দিক পান্ডিয়ারা জিতেছেন ২০ কোটি রুপি।

/কেআর/
সম্পর্কিত
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা