X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিলেটের জন্য যেসব উদ্যোগ নিচ্ছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ২১:২৮আপডেট : ১৯ জুন ২০২২, ২১:২৮

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীসহ ১৩টি উপজেলা। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ নেই, খাবার নেই। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। জাতীয় দলের দুই ক্রিকেটার এবাদত হোসেন ও খালেদ আহমেদ সিলেটের ক্রিকেটার। বাংলাদেশ দলের সঙ্গে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন তারা। এই দুজনের পরিবারের খোঁজ রাখার পাশাপাশি বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (রবিবার) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটের ক্রিকেটারসহ বন্যা কবলিতদের সহায়তায় বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়, সবসময় আমাদের চেষ্টা থাকে তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি ইতোমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে কীভাবে তাদের পাশে থাকা যাবে, সেভাবে আমাদের কাজ করতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি।’

নাদেলকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘ইতোমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার (নাদেল) সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ করছেন কীভাবে আমরা অংশ নিয়ে পাশে থাকতে পারি। সে ব্যাপারে আমরা কাজ করছি। আশা করছি, শিগগিরই আপনারা কিছু একটা দেখতে পারবেন।’

সিলেটের ক্রিকেটারদের পরিবারের খোঁজ রাখার বিষয়টি নিয়ে বিসিবির এই কর্তা বলেছেন, ‘আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় সিলেটের, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেটা করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমাদের যে অন্য বিষয়গুলো- যেগুলো কার্যকর হওয়ার পর আসবে, সেগুলো আমরা চিন্তা-ভাবনা করে দেখছি কীভাবে তাদের পাশে থাকা যায়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
মুশফিকের ইনজুরিতে ভাগ্য খুললো হৃদয়ের
বেইলি রোডে অগ্নিকাণ্ডে বিসিবির শোক
রাসেল ঝড়ে উড়ে গেলো টেবিল টপার রংপুর
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি