X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিংহাসন ফিরে পেতে জাদেজার আরও কাছে সাকিব

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২২, ১৫:০১আপডেট : ২২ জুন ২০২২, ১৫:০৪

অনেক দিন ধরেই টেস্ট অলরাউন্ডারের সিংহাসনটা সাকিব আল হাসানের দখলে নেই। তবে ওয়েস্ট ইন্ডিজে ব্যাট-বলে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে সেই সম্ভাবনা তৈরি করেছেন। দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় স্থানে। ফলে সিংহাসন ফিরে পেতে তার সামনে আছেন শুধু ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বুধবার অলরাউন্ডারদের সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে গেলেও সাকিব ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন। দুই ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে প্রান্ত আগলে ছিলেন তিনি। প্রথম ইনিংসে খেলেছেন ৫১ রানের দায়িত্বশীল ইনিংস। দ্বিতীয় ইনিংসে তার ৬৩ রানের প্রতিরোধে দ্বিতীয়বার ব্যাট করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

অবশ্য সিংহাসন ফিরে পেতে অনেক পথ হাঁটতে হবে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩৪৬, জাদেজার ৩৮৫।

সাকিব শীর্ষ আসনটা প্রথম দখলে নেন ২০১১ সালের ডিসেম্বরে। তার পর থেকে চূড়ার আশে-পাশেই ছিলেন। টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে তার উন্নতি হয়েছে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও। ১৪ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৩২ নম্বরে।

উন্নতি হয়েছে ক্যারিবীয়দের প্রথম টেস্ট জয়ের মঞ্চ গড়ে দেওয়া কেমার রোচেরও। ডানহাতি পেসার ৪ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিং সেরা দশে জায়গা করে নিয়েছেন। তার অবস্থান আট নম্বরে। প্রথম টেস্টে রোচ ৭ উইকেট নিয়েছেন। প্লেয়ার অব দ্য ম্যাচও ছিলেন তিনি। 

হেরফের হয়েছে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও। দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের পর বড় লাফ দিয়েছেন দিনেশ কার্তিক। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১০৮ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৮৭ নম্বরে। শীর্ষে যথারীতি আছে পাকিস্তানের বাবর আজম। বোলিং র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালের। ৩ ধাপ এগিয়ে ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে ৬ উইকেট নিয়েছেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!