X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

একাদশে পরিবর্তন নিয়ে কী ভাবছেন সাকিব?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ০০:২৩আপডেট : ২৪ জুন ২০২২, ০০:২৩

বাংলাদেশের জন্য সেন্ট লুসিয়া মিশ্র অভিজ্ঞতার। ২০০৪ সালে সেন্ট লুসিয়াতেই দাপট দেখিয়ে ড্র করেছিল হাবিবুল বাশার-মোহাম্মদ রফিকরা। তবে ২০১৪ সালে মুশফিকের নেতৃত্বে ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছিল সফরকারী বাংলাদেশকে। শুক্রবার রাতে তৃতীয়বারের মতো সেন্ট লুসিয়াতে ক্যারিবীয়দের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ দল। এই টেস্টে কেমন হবে একাদশ, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেই ধারণাই দিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

অ্যান্টিগা টেস্টের মাঝেই এনামুল হক বিজয় ও শরিফুল ইসলামকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের টিম ম্যানেজেমেন্ট। বাজে ব্যাটিংয়ের কারণেই অ্যান্টিগা টেস্ট হারতে হয়েছে সাকিবের দলকে। হারের দুঃখ ভুলে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ নামতে পারে পরিবর্তন নিয়ে। বিশেষ করে টেস্টের মাঝেই বিজয় ও শরিফুলকে নিয়ে একাদশ গড়া হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত ও মোস্তাফিজুর রহমান। শান্ত অফফর্মের কারণে বাদ পড়লেও মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হতে পারে।

যদিও দ্বিতীয় টেস্টের আগের দিন সকালেও ঠিক হয়নি একাদশ। অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তাদের মাথায় বেশ কিছু চিন্তা আছে। অনুশীলনের পরেই কারা খেলবেন, কারা খেলবেন না তাদের জানিয়ে দেওয়া হবে। একাদশ নিয়ে বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‌‘আমাদেরও মাথায় বেশ কিছু চিন্তা আছে। কিন্তু আজকে অনুশীলন সেশন শেষ হলে আমরা বসে মিটিং করে দল চূড়ান্ত করে আমাদের ইচ্ছে আছে সবাইকে জানিয়ে দেওয়ার। যাতে করে সবাই জানবে যে, কারা খেলছে আর কারা খেলছে না।’

সেন্ট লুসিয়া টেস্টে দলের লক্ষ্য টেস্টের প্রথম দিন প্রথম দুই ঘণ্টায় একটা ভালো শুরু করা। সেটি বোলিং কিংবা ব্যাটিং যেটিই হোক। সাকিব বলেন, ‘আমরা শুধু ফোকাস করতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘণ্টায়। তখন আমরা ব্যাটিং করি বা বোলিং, আমাদের ভালো করতে হবে। এরপর ম্যাচের অবস্থা অনুযায়ী খেলা যাবে। তবে আমাদের প্রথম দুই ঘণ্টা ভালোভাবে শুরু করার চেষ্টা করতে হবে।’

সেন্ট লুসিয়াতে ভালো করতে মুখিয়ে থাকা বাংলাদেশ দুটি অনুশীলন সেশন কাজে লাগানোর চেষ্টা করছে। সাকিব বলেন, ‘আগের ম্যাচ থেকে কিছু নেওয়ার আছে বলে মনে হয় না। আমরা গতকাল (বুধবার) ভালো একটা অনুশীলন সেশন পার করেছি, আজকে (বৃহস্পতিবার) লক্ষ্য থাকবে ভালো একটা অনুশীলন সেশন করে কালকে (শুক্রবার) ভালোভাবে ম্যাচটা শুরু করতে।’

/আরআই/এমপি/
সম্পর্কিত
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!