X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রিভিউতে বাঁচলেন দুইবার, তারপরও জয় থামলেন অল্পতেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ২১:১৬আপডেট : ২৪ জুন ২০২২, ২১:২৪

টানা ২ বলে দুইবার এলবিডব্লিউয়ের আবেদন। দুইবার আঙুল তুললেন আম্পায়ার। কিন্তু রিভিউয়ের সৌজন্যে কেমার রোচের ২ বলেই রক্ষা পান মাহমুদুল হাসান জয়। যদিও ইনিংস লম্বা হয়নি তরুণ এই ওপেনারের। মাত্র ১০ রান করে আউট হয়ে গেছেন তিনি।

শুক্রবার সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। তবে জয়ের বিদায়ে হারায় প্রথম উইকেট। স্কোর ১৭ ওভারে ১ উইকেটে ৫৬ রান।

অ্যান্টিগার প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি জয়। দ্বিতীয় ইনিংসে অবশ্য উন্নতি হয়েছিল তার। তারপরও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল এই ওপেনারের ওপর। কিন্তু সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না ডানহাতি ব্যাটার। রোচের এক ওভারে পরপর ২ বলে আম্পায়ার এলবিডব্লিউ আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। সৌভাগ্যকে সঙ্গী করে বড় ইনিংস খেলবেন, এটাই হয়তো দলের প্রত্যাশা ছিল। কিন্তু অভিষিক্ত পেসার অ্যান্ডারসন ফিলিপের ‍দ্বিতীয় বলেই বোল্ড জয়!

অভিষিক্ত এই পেসারের ভালো লেন্থের বল জয়ের পা ও ব্যাটের মাঝখান দিয়ে আঘাত করে স্টাম্পে। তাতে ৩১ বলে ১০ রান করে আউট হয়ে যান তরুণ এই ওপেনার।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ার এই টেস্টে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে ব্যাটিংয়ে নামছে সাকিব আল হাসানরা। বাজে ফর্মে এই টেস্টের একাদশে জায়গা হয়নি মুমিনুল হকের।

অ্যান্টিগা টেস্ট বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন শেষ টেস্ট যদি বাংলাদেশ জিততে না পারে, তাহলে সিরিজ চলে যাবে স্বাগতিকদের হাতে। গুরুত্বপূর্ণ এই টেস্টের একাদশে পরিবর্তন এনেছে সফরকারীরা। অনেক আলোচনার পর বাদ পড়েছেন মুমিনুল। ক্যারিবিয়ান সফরের আগেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরও ব্যর্থতার বৃত্ত ভাঙতে না পারায় জায়গা হারিয়েছেন তিনি।

প্রথম টেস্টে মুমিনুলের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। দুই ইনিংসে ব্যর্থতার পর তার সুযোগ হয়নি দ্বিতীয় টেস্টে। সাবেক অধিনায়কের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক। লম্বা সময় পর লাল বলের ক্রিকেট নামতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের একাদশে আরেকটি পরিবর্তন আছে। মোস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেমন রিফার, এনক্রুমা বনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জোশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, জেডেন সেলস, অ্যান্ডারসন ফিলিপ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!