X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোচের তোপে এলোমেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ০০:৫৩আপডেট : ২৭ জুন ২০২২, ০৪:২৪

আবারও সেই একই দৃশ্য। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পুরনো রোগ, উইকেট বিলিয়ে আসার প্রতিযোগিতা! ম্যাচের পর ম্যাচ, ইনিংসের পর ইনিংস, তবু ভুল ভাঙে না বাংলাদেশের ব্যাটারদের। সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে হতাশ করার পরও শেখেননি তামিম ইকবাল-মাহমুদুল হাসান জয়রা। আবারও ব্যর্থতার গাড়িতে চড়ে বিপদে ছেড়ে এসেছেন দলকে।

রবিবার সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে ৪০৮ রানে অলআউট করে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ১৭৪ রানে পিছিয়ে থেকে। নেমেই কেমার রোচের তোপে এলোমেলো। বৃষ্টির কারণে আগেভাগেই চা বিরতিতে গেছে দুই দল। সে পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৮.৫ ওভারে ৩ উইকেটে ৩২ রান। সবকটি উইকেটই রোচের শিকার।

তামিম প্রথম ইনিংসে চেষ্টা করেছিলেন। ক্রিজে সেটও হয়ে গিয়েছিলেন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে তিনি যেভাবে আউট হয়েছেন, সিনিয়র ক্রিকেটার হিসেবে তার কাছে এমনটা কারোরই প্রত্যাশায় থাকার কথা নয়। রোচের ওয়াইড ডেলিভারি, টেস্ট ক্রিকেটে ব্যাটারদের অবশ্যই ছেড়ে দেওয়ার বল, সেটিই তিনি খেলতে গেলেন। অহেতুক শট খেলতে গিয়ে যা হওয়ার তাই হলো। উইকেট ‍বিলিয়ে এলেন বাঁহাতি ওপেনার। বল তার ব্যাটে ছোঁয়া দিলে গেলে উইকেটকিপার জোশুয়া দা সিলভার গ্লাভসে নিতে কোনও অসুবিধা হয়নি। মাত্র ৪ রানে বিদায় নেন তামিম।

তাকে ফিরিয়েই টেস্ট ক্যারিয়ারের ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রোচ। তাতে ছাড়িয়ে যান কিংবদন্তি মাইকেল হোল্ডিংকে (২৪৯)। ক্যারিবিয়ান এই পেসার এখানেই থামেননি। খানিক পর তুলে নেন জয়ের উইকেট। তার গুড লেংথ বলে বাড়তি বাউন্স থাকায় খেই হারায় ডানহাতি ওপেনার। বল তার ব্যাটের কানায় লেগে উঠে গেলে স্লিপে ধরা পড়েন জার্মেইন ব্ল্যাকউডের হাতে। ফেরার আগে জয় ২১ বলে করেন ১৩ রান।

রোচের উইকেট ক্ষুধা তবু মেটেনি। তার পরের শিকার এনামুল হক। দীর্ঘদিন পর টেস্টে ফিরে প্রথম ইনিংসে তবু কিছুটা হলেও প্রতিরোধ গড়েছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি পুরোপুরি ব্যর্থ। রোচের বলে এলবিডব্লিউ হয়ে ৪ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তার আউটের পরপরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এর মধ্যেই চা বিরতিতে যায় তৃতীয় দিনের খেলা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা